কুমারখালী প্রতিনিধি ॥ কুমারখালীতে দুই দিনব্যাপী ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় আবুল হোসেন তরুণ অডিটোরিয়াম মিলনায়তনে ফিতাকেটে দুই দিনের এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল। পরে এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়ছার, সরকারি কলেজের অধ্যক্ষ বিনয় কুমার সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা পারভীন, বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্টল ও উদ্ভাবনী প্রকল্প পরিদর্শন করেন। শুক্রবার বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যদিয়ে এ মেলা সমাপ্ত হবে।
Leave a Reply