কুমারখালী প্রতিনিধি ॥ হতদরিদ্র বিধবা নারী রিজিয়া বেগম (৬৫)। প্রায় ৩০ বছর আগে তাঁর স্বামী আব্দুর রাজ্জাক মন্ডল মারা যান। সেই থেকে একমাত্র মানসিক প্রতিবন্ধী ছেলে সিরাজুল ইসলামকে (৩৬) নিয়ে অসহায় এই নারীর জীবনযুদ্ধ শুরু হয়। নিজের ও ছেলের ক্ষুধা নিবারণের জন্য মানুষের বাড়ি থেকে শ্রমের বিনিময়ে খাবার সংগ্রহ করে বাড়ি ফেরেন তিনি। আর তাঁর বাড়ি ! পৈত্রিক সূত্রে পাওয়া মাত্র দুইকাঠা জমিতে বাঁশের ফ্রেমের সাথে পলিথিন ও পাটকাঠি দিয়ে তৈরি খুপড়িতে প্রায় এক যুগ ধরে চরম মানবেতর জীবনযাপন করেন অসহায় রিজিয়া বেগম। অসহায় এই নারী কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তারাপুর গ্রামের বাসিন্দা। এমন একজন অসহায় ও চরম অবহেলিত নারীর দৈনন্দিন জীবনযুদ্ধের চিত্র চোখে পড়েনি ¯’ানীয় কোন জনপ্রতিনিধির। তবে এবার তাঁর ছেলের নাম প্রতিবন্ধী ভাতাভোগীর নতুন তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বলে উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানাগেছে। সম্প্রতি স্থানীয় গণমাধ্যমকর্মীদের অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে উন্মোচিত হয় তাঁর অসহায়ত্ব্যের চিত্র। আর সেই সুবাদে এবিষয়ে অবগত হন কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল। গত ২৭ ডিসেম্বর মঙ্গলবার কুমারখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে রিজিয়া বেগমকে ডেকে নিয়ে তাঁর অসহায়ত্ব্যের কথা শোনেন ইউএনও বিতান কুমার। এ সময় তাৎক্ষীণক অসহায় নারীর হাতে ১০ হাজার টাকা তুলে দেন এবং তাকে সার্বিকভাবে সহায়তার আশ্বাস দেন। এ সময় উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী উপ¯ি’ত ছিলেন। ইউএনও’র কার্যালয় ত্যাগের সময় রিজিয়া বেগম বলেন, ইউএনও সাহেব ডাকে নিয়ে আসে সব কথা শুনে ১০ হাজার টাকা দিছে। আরো অনেক কিছুই দিতি চাইছে। এই টাকা দিয়ে ঘরডা সারবো (মেরামত), একটা কল (টিউবওয়েল) আর বাথরুম খুব দরকার। সেগুলোও দিতি চাইছে ইউএনও সাহেব। আর আমার ছেলেডার পাবনায় নিয়ে চিকিৎসা কারার আশ্বাস দিছে। আমার সব সমস্যা দেখার কথাও কইছে। এ বিষয়ে কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল বলেন, রিজিয়া বেগমের কথা শুনেছি। তাকে কিছু আর্থিক সহযোগিতাও দিয়েছি। তার প্রতিবন্ধী ছেলেকে ইতিমোধ্যেই ভাতার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তাকেও বিধবা ভাতার আওতায় নিয়ে আসার প্রচেষ্টা চলছে। তার বাসযোগ্য ঘর, টিউবওয়েল ¯’াপনের উদ্যোগ সহ বার্থরুম তৈরির ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই সাথে তার মানসিক প্রতিবন্ধী ছেলের চিকিৎসার জন্য পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করানোর চেষ্টা চলছে। রিজিয়া বেগমের সকল সমস্যা সমাধানের জন্য উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা দেবে, আর এটা আমাদের দায়িত্ব।
Leave a Reply