আলমডাঙ্গা প্রতিনিধি ॥ আলমডাঙ্গা রেল স্টেশনের প্রবেশ মুখে টয়লেটের পাইপ ফেটে নোরাং, দুর্গন্ধযুক্ত পানি পড়ায় যাত্রীদের ভোগান্তি চরমে।
জানা যায়, অপেক্ষমান কক্ষের টয়লেটের পানি না থাকা, ট্যাপ নষ্ট, এক সময় (কিছু স্বার্থন্বেষী লোকজনের সহায়তায়) ট্রেনের ইঞ্জিন থেকে তেল চুরি ও বিক্রির নানান অভিযোগ কে এতদিন যারা থোড়াই কেয়ার করেছে, সেই কর্মকর্তা কর্মচারীদের ব্যবহারকৃত টয়লেটের পাইপ ফেটে দুর্গন্ধযুক্ত নোংরা ময়লা পানি বের হচ্ছে মেইন ফটকের প্রবেশ মুখে। ঘটনাটি ঘটে গতকাল সকাল ৭টার দিকে। গোয়ালন্দ মেইল ট্রেন ধরতে আসা যাত্রীদের অনেকের গায়ে এই নোংরা দুর্গন্ধযুক্ত পানি পড়ে। এতে আলমডাঙ্গা টু কুষ্টিয়া অভিমুখী যাত্রিরা বিরক্তি প্রকাশ করে,কেউ কেউ উচুস্বরে কথা বললে আশপাশের কিছু চায়ের দোকানদার, পথচারী জড়ো হয়। ভোগান্তি শিকার হওয়া একজন যাত্রী রোকনুজ্জামান জামান (কুষ্টিয়ার একটি বেসরকারি কলেজের প্রভাষক) বলেন, কোন সভ্য দেশে রেল স্টেশননের মেইন ফটকের সামনের (দোতালায়) টয়লেটের পাইপ লাগানো থাকে না। আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন উপমহাদেশের একটি ঐতিহ্যবাহী দোতলা রেল স্টেশন বলে খ্যাত, এই ঐতিহ্য ধরে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে মনোযোগী হওযয়ার দরকার। এ সময় স্থানীয়রা জানান প্রাইট পাইপ ফেটে নোংরা, দুর্গন্ধযুক্ত পানি পড়ার ঘটনা ঘটে,মেরামত করে দিয়ে যাই আবারো ফেটে যায়। এ বিষয়ে নাইট ডিউটি করা,সদ্য ঘুম থেকে ওঠা (লুঙ্গি পরা অবস্থায় ) স্টেশন মাস্টার নাজমুল ইসলামের সাথে যোগাযোগ করলে , পাইপ ফেটে নোংরা পানি পড়ার বিষয়টি স্বীকার করেন, এবং রেলওয়ের ঊর্ধ্বতন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও অবহিত করেছেন বলে জানান এবং বিষয়টি খুব দ্র“ত সমাধান হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। অনেকেই মন্তব্য করেন নতুন বাজেট করে টাকা খাওয়ার জন্য স্থায়ী কোন সমাধান করে না। এর আগে আলমডাঙ্গা রেলস্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম দুর্নীতি ও যাত্রী ভোগান্তি নিয়মে পত্রিকায় লেখালেখি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর প্রকাশিত হলেও এরা থেকেছে ধরাছোঁয়ার বাইরে।
Leave a Reply