কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তর কুষ্টিয়ার (ইন্সপেক্টর) মাহাবুবা জেসমিন রুমা এর নেতৃত্বে তার সঙ্গীয় ফোর্স নিয়ে ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে অভিযান পরিচালনাকালে মোঃ ছনিয়ার (২২) ও মোঃ মামুন (৩৮) কে মাদক ৩১ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করেন। পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রেকসোনা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোঃ ছনিয়ার (২২) কে ১ বছর জেল ও ৫০০/- জরিমানা অনাদায়ে আরো ১০ দিন জেল প্রদান করেন অন্যদিকে মোঃ মামুন (৩৮) কে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রেকসোনা খাতুন এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তর কুষ্টিয়ার (ইন্সপেক্টর) মাহাবুবা জেসমিন রুমা এর উপস্থিতিতে ৩১ পিচ টাপেন্টাডল ট্যাবলেট নষ্ট করা হয়।
Leave a Reply