কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার মিরপুরে প্রতিহিংসার জেরে কৃষক রেজাউলের তিন বিঘা ক্ষেতের ধান পুড়িয়ে দিয়েছে দুর্বিত্তরা। ঘটনার বিবরনে জানা যায় কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের মুহাম্মাদপুর গ্রামের মৃত মোফাজ্জেল হোসেন ওরফে ভাদু মেম্বার এর পুত্র রেজাউল একজন চাষী গ্রিরস্ত ,চাষের উপর তার জীবন যাপন চলে। আঠার বিঘা জমিতে ধান চাষ করেছিল, আঠার বিঘা জমির ভিতর তিন চার বিঘা জমি বর্গা নেওয়া।তিন বিঘা জমির ধান কেটে ক্ষেতে পালা করে রাখে পরদিন বসত বাড়ি নিয়ে আসার রাতেই পেট্রোল দিয়ে ধানের পালায় আগুন লাগিয়ে দেয়। তিন বিঘা জমির ধান সম্পূর্ণ ভষ্সিভূত হয়ে ছাইয়ের ঢিবি হয়ে যায় । কৃষক রেজাউল বাদী হয়ে মিরপুর থানায় একটি এজাহার দায়ের করেছে। তিনি জানান একই গ্রামের মৃত আয়নাল আলীর পুত্র আরশাফ আলী(৪২) একটি মারামারি মামলার আসামী, আর কৃষক রেজাউল উক্ত মামলার বাদী। আদালত থেকে উক্ত মামলা প্রত্যাহার করার জন্য অব্যাহত ভাবে হুমকি ধামকি দিয়ে আসছে। গত ১৭ই ডিসেম্বর রাতে চা দোকানে প্রকাশ্যে হুমকি দেয় আমাদের কথা না শুনলে মহা সর্বনাশ করে ছাড়ব। পরের রাতে ঘটায় আগুন সন্ত্রাস। ক্ষেতের পাকা ধানে আগুন দিয়ে সর্বশান্ত করছে কৃষক রেজাউল কে। ক্ষতিপূরণের আশায় দ্বারে দ্বারে ঘুরছে কৃষক রেজাউল।
Leave a Reply