কাগজ প্রতিবেদক ॥ মেসির হাতে কাপ দেখে কথা রাখলেন সেই জাকির। বলেছিলেন, বিশ্বকাপ যদি মেসির আর্জেন্টিনা পায়, তবে সারা দিন তিনি প্রতি খাঁচি (৩০টি) ডিমের সঙ্গে ৪টি করে ডিম ক্রেতাকে বিনা মূল্যে দেবেন। রাতে মেসির হাতে কাপ দেখে সোমবার তিনি তাঁর সেই কথা রেখেছেন। দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তিনি ১৪২ খাঁচি ডিম বিক্রি করেছেন। এতে তিনি ৫৬৮টি ডিম বিনা মূল্যে দিয়েছেন। জাকির হোসেনের (৩৬) বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কুচিয়ামোড়া গ্রামে। গ্রামের বাজারে তাঁর ডিমের আড়ত রয়েছে। আর্জেন্টিনা ফুটবল দলের ভক্ত এই জাকির হোসেন বিশ্বকাপ ফাইনাল খেলা নিয়ে বেশ উত্তেজনায় ছিলেন। খেলা শুরুর আগে তিনি কথা দিয়েছিলেন, এবার যদি আর্জেন্টিনা বিশ্বকাপ জিতে, তাহলে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত ডিম বিক্রিতে বিশেষ ছাড় দেবেন। প্রতি খাঁচি ডিম ন্যায্যমূল্যে বিক্রিতে এক হালি (চারটি) ডিম বিনা মূল্যে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন জাকির। শুধু মেসিকে ভালোবাসেন বলেই তিনি এলাকার মানুষের জন্য এ সুযোগ করে দেন। সন্ধ্যায় জাকিরের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, সোমবার হাট ছিল, এ জন্য তিনি সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত মাছ বিক্রি করেছেন। দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আড়তে ডিম বিক্রি করেছেন। এই সময়ে তিনি ১৪২ খাঁচি ডিম বিক্রি করেন। এরপর ডিম শেষ হয়ে যায়। ১৪২ খাঁচি ডিম বিক্রিতে তিনি ৫৬৮টি ডিম বিনা মূল্যে দিয়েছেন। স্থানীয় যুবক এস এম রওনক বলেন, অনেকে ডিম কেনার পাশাপাশি জাকিরকে দোকানে দেখতে আসেন। জাকিরের আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভালোবাসা দেখে মানুষ প্রশংসা করেন। তিনি নিজেও জাকিরের কাছে ডিম কিনেছেন। জাকির হোসেন বলেন, রাতে খেলা দেখে কান্না করেছেন। গোল হচ্ছে, আবার পাল্টা-গোল হচ্ছে। এভাবে চলছিল আর তিনি কাঁদছিলেন। তবে শেষ হাসি হাসতে পেরেছেন, এতে তিনি আনন্দিত। আজকের ডিম বিক্রিতে লাভ না হওয়া প্রসঙ্গে তিনি বলেন, লাভ বা লোকসানের হিসাব করে ভালোবাসা হয় না। ভালোবাসার কাছে দরদাম মূল্যহীন। নিজের ভালোবাসার দল এত দিন পর বিশ্বকাপ নিয়েছে, কোটি মানুষের মনের চাওয়া পূরণ করেছে, তাই সাধ্যমতো আনন্দ ভাগাভাগি করেছেন। জাকির সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। এরপর আর হয়ে ওঠেনি। ফুটবল খেলা ও দেখা নেশা। ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনার ভক্ত। বাজারে সপ্তাহে দুই দিন তিনি মাছ বিক্রি করেন। বাকি পাঁচ দিন আড়তে ডিম বিক্রি করেন। এভাবেই তাঁর সংসার চলে। পরিবারে আছেন স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে।
Leave a Reply