কাগজ প্রতিবেদক ॥ গ্রামীণ সাংস্কৃতি ও খেলাধুলা বাঁচিয়ে রাখতে কুষ্টিয়ার খোকসাতে অনুষ্ঠিত হয়ে গেল তিন দিনব্যাপী পল্লী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২২। শিমুলিয়া ইউনিয়নের বশোয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে পল্লী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন বশোয়া গ্রামের মানুষ। সোমবার বিকেলে বিদ্যালয়ে মাঠে তিন দিনব্যাপী এই উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া -০৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ। মাঠে তিন দিনব্যাপী এই উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া -০৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ। তিনি বলেছেন, ‘ গ্রামীণ সংস্কৃতি ও অবকাঠামোগত উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই বর্তমান সরকার দলবল নির্বিষে গ্রামীণ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উন্নয়ন কাজ চলমান রেখেছেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে একদিন গ্রাম হবে শহর।’ তিনি বলেছেন, ‘ গ্রামীণ সংস্কৃতি ও অবকাঠামোগত উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই বর্তমান সরকার দলবল নির্বিষে গ্রামীণ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উন্নয়ন কাজ চলমান রেখেছেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে একদিন গ্রাম হবে শহর।’ গ্রামের মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. বাবুল আখতার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক, কুমারখালী উপজেলা যুবলীগের সভাপতি মো. হারুন অর রশিদ সহ প্রমূখ। আয়োজকরা জানায়, গ্রামীণ সংস্কৃতি ও খেলাধুলা বাঁচিয়ে রাখতে বশোয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী লাঠী বাড়ি খেলা, সাপ খেলা, চোখ বেঁধে ফুটবল খেলা কলাগাছ বেয়ে উপরে ওঠা সহ নানান খেলাধুলা এবং বিচার গান, যাত্রাপালা ও কনসার্টের আয়োজন করা হয়েছিল। প্রতিদিনই বিদ্যালয়ের মাঠে শত শত নানা বয়সী নারী পুরুষ উপস্থিত হয়ে আয়োজন উপভোগ করেন।
Leave a Reply