মনোজিত মন্ডল ,খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় দিবস কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে। খোকসা উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব বাবুল আক্তার উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন। এছাড়াও উপস্থিত ছিলেন খোকসা উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজমুস সাদাত ,উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা ,উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা ,উপজেলা মাধ্যমিক অফিসার নাজমুল হুদা ,খোকসা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব আয়ের উদ্দিন সহ প্রমূখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস বলেন, একটি মহৎ উদ্দেশ্য নিয?ে এই উপজেলায় কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে ক্রিড়ার প্রণ উৎসব ছরিয়ে দেওয়ার জন্য এই টুর্নামেন্টের আয়োজন করেছি। তিন দিনের স্বল্প পরিসরের এই টুর্নামেন্ট দুইটি মাঠে অনুষ্ঠিত হবে ।একটি হার্ড কোট ও একটি মাটির কোট । শতভাগ নিরপেক্ষ থেকে খেলা পরিচালনা করার জন্য রেফারিদের অনুরোধ করেছেন। তিনি আরো বলেন আপনাদের উৎসব মুখর সহযোগিতা পেলে এই টুর্নামেন্ট অব্যাহত থাকবে ।এই প্রেক্ষাপট থেকে বলেন আয়োজনটি যেন শতভাগ নিরপেক্ষ থেকে পরিচালনা করা হয়। এই টুর্নামেন্টের আয়োজন নিয়ে, খেলা পরিচালনা নিয়ে কোন অবস্থায় বা কোন বিন্দু মাত্র প্রশ্ন কেউ যেন না তুলতে পারে। আগামী মঙ্গলবার ২০– ১২– ২০২২ তারিখে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ।উক্ত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগন , প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
Leave a Reply