আলমডাঙ্গা প্রতিনিধি ॥ আলমডাঙ্গা পৌরসভা ও কৃষকলীগের উদ্যোগে যথাযথ মর্যাদায় পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে গতকাল ১৪ ডিসেম্বর সকাল ১০টায় উপজেলার গণকবর খ্যাত বধ্যভূমিতে পৌরসভার পক্ষ থেকে পুষ্প মাল্য অর্পণ, নিরবতা পালন, দোয়া ও বিশেষ প্রার্থনা করা হয়। এই বিশেষ দোয়া প্রার্থনায় স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব রনি আলম নুর, সার্ক মানবাধিকার সংস্থা আলমডাঙ্গা শাখার সভাপতি ও পৌর মেয়র জনাব হাসান কাদির গণু, প্যানেল মেয়র-১ মজিবুল হক, প্যানেল মেয়র -২ জহুরুল ইসলাম স্বপন, ১ নং ওয়ার্ড কাউন্সিলর আলাল উদ্দিন, ৫, ৬,৭,৮,৯নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল গাফফার, ডালিম, বাপ্পি, বাবু,সাইফুল ইসলাম সহ পৌরসভার সচিব মহোদয় ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা, প্রকৌশলী ও কর্মচারী ও মহিলা কাউন্সিলর বৃন্দ। মেয়র বলেন স্বাধীন সার্বভৌম ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ পৃথিবীর বুকে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, এটা সম্ভব হয়েছে শুধুমাত্র স্বাধীনতার স্বপক্ষের শক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার জন্য। তাই শহীদদের সম্মানার্থে জাতীয় মূল্যবোধকে বুকে ধারণ করে সবাইকে একযোগে কাজ করে, প্রধানমন্ত্রী হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। অন্যদিকে আলমডাঙ্গা উপজেলা ও পৌর কৃষক লীগের উদ্যোগে ১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।গতকাল আলমডাঙ্গা উপজেলা চত্তরে শহীদদের মাজারে পুষ্প মাল্যদান এবং জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। উপস্থিত ছিলেন। বাংলাদেশ কৃষক লীগের সফল সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু।এছাড়াও উপস্থিত ছিল আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সভাপতি এম আজিজুল হক, আলমডাঙ্গা পৌর কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৌমেন্দ্রনাথ সাহা, আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মোহন মিয়া, আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি আবুল কাসেম, আলমডাঙ্গা পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ সাহাবুল হক, আলমডাঙ্গা পৌর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক হবিবর রহমান, আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক অভিমান্য কুন্ড, আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক ফজলুর রহমান, আলমডাঙ্গা পৌর কৃষক লীগের দপ্তর বিমল বাবু, আলমডাঙ্গা পৌর কৃষক লীগের ২নং ওয়ার্ড সভাপতি মন্টু মিয়া, কালিদাসপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মিলন হোসেন, সদস্য জাফর ইকবাল সহ অনেকে উপস্থিত ছিল।
Leave a Reply