কাগজ প্রতিবেদক ॥ হিন্দু কল্যাণ ট্রাস্টের ২০২১- ২২ অর্থবছরের প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত কুষ্টিয়ার কুমারখালীর বহলবাড়ীয়া সার্বজনীন রাধাকৃষ্ণ মন্দির ও শ্রী বিগ্রহ স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ভিত্তি প্রস্তরের লাল পর্দা সরিয়ে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল। কৃষ্ণপুর জীবমঙ্গল কেন্দ্রীয় মহাশশ্মানের সভাপতি বাবু সুভাষ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. জয়দেব কুমার বিশ্বাস, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু সুধাংশ কুমার ঘোষসহ অনেকেই উপস্থিত ছিলেন।
Leave a Reply