চুয়াডাঙ্গা প্রতিনিধি ॥ কৃষকদের কৃষি আবহাওয়া বিষয়ে তথ্য জানাতে স্থাপিত ডিসপ্লে বোর্ডগুলো সব পাখির বাসায় পরিণত হয়েছে। অকেজো বোর্ডগুলো পাখিদের কাজে লাগলেও কৃষকের কোনো কাজেই লাগছে না। বৈরী আবহাওয়া থেকে কৃষককে রক্ষা করতে ‘কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্প’ হাতে নেওয়া হয়। এর মাধ্যমে তিন দিন আগের ও পরের আবহাওয়া সম্পর্কিত দশ ধরনের তথ্য কৃষকের পাওয়ার কথা থাকলেও কোনো তথ্যই পাচ্ছেন না। কেননা তথ্য সংগ্রহের জন্য যেসব যন্ত্রপাতি রয়েছে এর সিংহভাগই শুরু থেকে অকেজো। এতে প্রকল্পটি মুখ থুবড়ে পড়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে ২০১৬ সালে চুয়াডাঙ্গার চারটি উপজেলার ৩২টি ইউনিয়নে এ প্রকল্পের কাজ শুরু হয়ে পর্যায়ক্রমে শেষ হয়। তথ্য সরবরাহের জন্য চারটি উপজেলা কৃষি অফিসে কিয়স্ক মেশিন থাকলেও সেগুলো কাজে না আসায় বন্ধ রাখতে হয় উপজেলা কৃষি কর্মকর্তাদের। ৬২টি ট্যাবের মধ্যে ৫২টি অচল, ৩২টি অটোম্যাটিক রেইনগেজের ২৭টি অচল এবং ৩২টি ডিসপ্লে বোর্ড সবগুলোই অচল অবস্থায় রয়েছে। সোলার প্যানেলগুলোর বেশিরভাগই অকেজো। ট্যাবগুলো রয়েছে উপসহকারী কৃষি কর্মকর্তাদের বাড়িতে। এগুলো কাজে না লাগায় বাসাবাড়িতেই রাখেন তাঁরা। ট্যাবের সিম কার্ডগুলোতে প্রয়োজনীয় ইন্টারনেট সুবিধা না থাকায় কাজে আসে না। বেশিরভাগ ট্যাব চালু হয় না, অনেকগুলোর ব্যাটারিও নষ্ট। ডিসপ্লে বোর্ডগুলোর অক্ষরগুলো ভেতরে ঢুকে গিয়ে ব্যবহারের অনুপযোগী। অটোম্যাটিক রেইনগেজ ও সোলার প্যানেলের কোনো সংযোগ নেই। রেইনগেজের প্লাস্টিকের পাইপের মতো অংশগুলো ভেঙে নিচে পড়ে আছে। সোলার প্যানেলগুলোর কোনো সংযোগ নেই অটোম্যাটিক রেইনগেজের সঙ্গে। কৃষি আবহাওয়া ডিসপ্লে বোর্ডগুলো স্থাপন করা হয়েছে ইউনিয়ন পরিষদের ভবনে। অটোম্যাটিক রেইনগেজ মেশিন ও সোলার প্যানেলগুলো স্থাপন করা হয়েছে ছাদে। অযতœ-অবহেলায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে আছে যন্ত্রপাতিগুলো। তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাতের পরিমাণ, আলোকঘণ্টা, ঝড়ের পূর্বাভাসসহ আবহওয়ার ১০টি বিষয়ে তথ্য প্রদর্শনের কথা থাকলেও ডিসপ্লে বোর্ডগুলো একটি তথ্য দিতেও সক্ষম নয়। কৃষকরা জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল নষ্ট হওয়ায় চুয়াডাঙ্গার চারটি উপজেলার ২ লাখ ৫৫ হাজার কৃষককে ক্ষতির মুখে পড়তে হয়। শংকরচন্দ্র গ্রামের কৃষক ও ইউনিয়ন কৃষক জোটের সাংগঠনিক সম্পাদক তাহাজ উদ্দিন বলেন, এ প্রকল্পের কার্যক্রম সম্পর্কে তাঁরা কিছুই জানেন না। এতে ফসল রোপণ ও কাটার সময় বৈরী আবহাওয়ার মুখে পড়তে হয়। উপসহকারী কৃষি কর্মকর্তারা আবহাওয়া সম্পর্কে কৃষকদের তথ্য দিয়ে সহযোগিতা করেন না। ইউনিয়ন পরিষদে এসে আবহাওয়ার তথ্য দিয়ে তাঁদের যে দায়িত্ব পালন করার কথা তাও করতে দেখা যায় না। আবহাওয়ার সঠিক তথ্য জানতে পারলে ফসল নিয়ে তাঁরা দুশ্চিন্তামুক্ত ও নিরাপদ থাকতে পারতেন বলে জানান তিনি। জাফরপুর গ্রামের কৃষক লাল্টু মিয়া বলেন, তাঁরা যে আবহাওয়া বিষয়ে তথ্য পাবেন সেটাই কোনোদিন শোনেননি। আবহাওয়ার তথ্য ইউনিয়ন পরিষদে গেলে পাবেন নাকি কৃষি কর্মকর্তাদের কাছ থেকে পাবেন সেটাও জানেন না। কৃষি কর্মকর্তা তাঁদের কোনোদিন কিছু বলেননি। চুয়াডাঙ্গা শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কালাম বলেন, ইউনিয়ন পরিষদে কৃষি অফিস থেকে আবহাওয়া সম্পর্কে তথ্য দেওয়ার জন্য বোর্ড টাঙিয়ে রাখা হয়েছে। কিন্তু লোক দেখানো ছাড়া এর কোনো কাজ নেই। সরকারের টাকা নষ্ট করে বিলাসী প্রকল্প নেওয়া ঠিক হয়নি। চুয়াডাঙ্গা সদরের আলোকদিয়া ইউনিয়ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা হাকিমুর রহমান বলেন, নষ্ট ট্যাবগুলো তো সঙ্গে করে মাঠে নিয়ে যাওয়া সম্ভব নয়। বাসায় রাখতে হয় বাধ্য হয়ে। সব কৃষককে আবহাওয়া সম্পর্কে বলা সম্ভব হয় না। কিছু ট্যাব চালু হলেও কার্যকারিতা নেই। চুয়াডাঙ্গা সদরের শঙ্করচন্দ্র ইউনিয়ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা সাজ্জাত আহম্মেদ জানান, প্রকল্পের শুরু থেকেই রেইনগেজ মেশিন নষ্ট ছিল। মেশিন ঠিক করার পর বুঝিয়ে দেওয়ার কথা ছিল। এখনও বুঝে পাইনি। চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিভাস চন্দ্র সাহা যন্ত্রপাতি অচলের বিষয়টি স্বীকার করে বলেন, যন্ত্রপাতি অচল থাকার তথ্য উল্লেখ করে প্রকল্প পরিচালককে বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে। এ ধরনের সমস্যার সমাধান করা গেলে কৃষকরা আবহাওয়া সম্পর্কে সঠিক সময়ে সঠিক তথ্য পাবে। সমস্যার দ্রুত সমাধান হবে। কৃষকরাও উপকৃত হবেন।
Leave a Reply