আমলা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে ডাকবাংলো মোড়ে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। পরে উপজেলা সভাকক্ষে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের। এতে বিশেষ অতিথি ছিলেন মিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন খান, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার এনামুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আব্দুল মতিন লোটাস, প্রেসক্লাবের সভাপতি কাঞ্চন কুমার হালদার, সম্মিলিত সামাজিক আন্দোলনের জাতীয় কমিটির সদস্য অ্যাড. সোহেলী পারভীন ঝুমুর, উপজেলা তুলা উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, মারকাজুল ওয়াস সুন্নাহ মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা বরকত উল্লাহ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আব্দুল মজিদ জোয়ার্দ্দার, রাশেদুজ্জামান রিমন, ফিরোজ আহাম্মেদ, নার্গিস আখতার, জয়শ্রী পাল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. আল মুজাহিদ হোসেন মিঠু।
Leave a Reply