দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দৌলতপুর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। দৌলতপুর মুক্তিযোদ্ধা কমান্ড ও উপজেলা প্রশাসন শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কবরে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা ও দোয়া মাহফিল সহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় রফিকনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ বীর মুক্তিযোদ্ধা রফিকের কবরে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়ার আয়োজন করে। এরপর সকাল ৯টায় কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্র নেতৃত্বে দৌলতপুরের সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি বিজয় র্যালি বের হয়। মিছিলটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিজয় র্যালি শেষে বীর মুক্তিযোদ্ধাগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসের প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্। বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন ও দৌলতপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমন। বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, বীর মুক্তিযোদ্ধা কাওছার আলী বিশ্বাস ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহানসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ।
Leave a Reply