ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহের সদর উপজেলার ডাকবাংলা এলাকায় ভুল চিকিৎসায় ইসরাত জাহান মাহেরা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। প্রতিবাদে স্বজন ও এলাকাবাসী ভাংচুর করেছে ইসলামী প্রাইভেট হাসপাতাল নামের একটি বেসরকারি ক্লিনিক। ক্লিনিক মালিক স্থানীয় আওয়ামীলীগ নেতা সাইদ মুন্সি ও ভুয়া চিকিৎসক আবদুল্লাহকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে ডাকবাংলা বাজারে এঘটনাটি ঘটে। নিহত শিশু ইসরাত জাহান মাহেরা সদর উপজেলার বাথপুকুরিয়া গ্রামের মিন্টু মিয়ার মেয়ে। ঝিনাইদহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, শুক্রবার বিকেলে শিশু ইসরাত জাহান মাহেরাকে পেটে বেথা নিয়ে সদর উপজেলার ডাকবাংলা বাজার এলাকার ইসলামী প্রাইভেট হাসপাতাল নামের একটি ক্লিনিকে ভর্তি করে তার পরিবার। পরে তাকে চিকিৎসা প্রদান করে কথিত ডাক্তার আবদুল্লাহ। রাত ৮টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই শিশু। এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী ও নিহতর স্বজনরা ক্লিনিকটিতে হামলা চালিয়ে ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ কক্ষ থেকে ক্লিনিক মালিক স্থানীয় আওয়ামীলীগ নেতা সাইদ মুন্সি ও ভুয়া চিকিৎসক আবদুল্লাহকে আটক করা হয়। ভুয়া চিকিৎসক আবদুল্লাহ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হাসকাটরা এলাকায় স্বাস্থ্য সহকারি হিসাবে কর্মরত আছে। ডাক্তার পরিচয় দিয়ে সে দীর্ঘ দিন ধরে রুগীদের চিকিৎসা দিয়ে আসছে। তিনি আরও জানান, ভুল চিকিৎসায় মাহেরার মৃত্যু হয়েছে বলে স্বজনরা অভিযোগ করেছেন। ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়না তদšের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আটকৃতদের নামে মামলা নেওয়া হবে।
Leave a Reply