কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কুমারখালীর সাংবাদিক কাঙ্গাল হরিনাথ মজুমদার স্মৃতি জাদুঘরের ব্যবস্থাপক মো. ওবাইদুল্লাহর বিরুদ্ধে এক সাংবাদিককে লাঞ্চিত করার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে জাদুঘরের প্রবেশপথে এঘটনা ঘটে। লাঞ্চতার শিকার ওই সাংবাদিকের নাম মো. হাসান আলী। তিনি দৈনিক দেশ রুপান্তর ও বাংলাভিশন টেলিভিশন কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে কর্মকর্ত রয়েছেন। এদিকে সাংবাদিক হাসান আলীকে লাঞ্চনার খবর মুহূর্তই ছড়িয়ে পড়লে জেলা ও উপজেলার গণমাধ্যমকর্মীরা জাদুঘর এলাকায় ছুটে আসেন এবং অভিযুক্ত ওই ব্যবস্থাপককে প্রত্যাহারের দাবিতে জাদুঘরের প্রধান প্রবেশপথ কয়েক ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে গণমাধ্যমকর্মীদের তোপের মুখে কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘরের ব্যবস্থাপক মো. ওবাইদুল্লাহকে সাত কর্মদিবসের মধ্যে প্রত্যাহারের আশ্বাস দেন পরিদর্শনে আসা বাংলাদেশ জাতীয় জাদুঘরের সচিব (যুগ্ম সচিব) গাজী মো. ওয়ালিউল হক। তার আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন গণমাধ্যমকর্মীরা।
পুলিশ, সাংবাদিক ও জাদুঘর কর্তৃপক্ষ সুত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরে সরকারি কাজে কুমারখালী সাংবাদিক কাঙ্গাল হরিনাথ মজুমদার স্মৃতি জাদুঘর পরিদর্শনে আসেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সচিব (যুগ্ম সচিব) গাজী মো. ওয়ালিউল হক। এমন সংবাদ পেয়ে বেলা আড়াইটার দিকে জাদুঘরে তথ্য সংগ্রহে আসেন সাংবাদিক মো. হাসান আলী। এসে প্রবেশপথে সাংবাদিক পরিচয় দিয়ে জাদুঘরের ভিতরের প্রবেশের অনুমতি চান তিনি। কিন্তু পরিচয় দেওয়ার পরও তাকে ভিতরে প্রবেশ করতে না দিয়ে ব্যবস্থাপক মো ওবাইদুল্লাহ তাঁর সাথে বাগবিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে সাংবাদিকের ক্যামেরা হাত দিয়ে ফেলে দেয় এবং তাঁর সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। আরো জানা গেছে, সাংবাদিক হাসান আলীকে লাঞ্চনার খবর মুহূর্তই ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জেলা ও উপজেলার গণমাধ্যমকর্মীরা জাদুঘর এলাকায় ছুটে আসেন এবং অভিযুক্ত ওই ব্যবস্থাপককে প্রত্যাহারের দাবিতে জাদুঘরের প্রধান প্রবেশপথ অবরোধ করে ঘণ্টাব্যাপী অনশন করেন। পরে গণমাধ্যমকর্মীদের তোপের মুখে কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘরের ব্যবস্থাপক মো. ওবাইদুল্লাহকে সাত কর্মদিবসের মধ্যে প্রত্যাহারের আশ্বাস দেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সচিব (যুগ্ম সচিব) গাজী মো. ওয়ালিউল হক। এরপর অবরোধ প্রত্যাহার করেন গণমাধ্যমকর্মীরা। এ বিষয়ে ঘটনার শিকার সাংবাদিক মো. হাসান আলী বলেন, ‘ সচিব মহোদয়ের আগমনের খবর পেয়ে তথ্য সংগ্রহের জন্য জাদুঘরে আসি। প্রবেশপথে সাংবাদিক পরিচয় দিলে ব্যবস্থাপক আমাকে ঢুকতে না দিয়ে লাঞ্চিত করেছেন। আমার টিভির ক্যামেরা হাত দিয়ে ফেলে দিয়েছেন। আমি এর সুষ্ঠ বিচার প্রত্যাশা করি।’ কুমারখালী কাঙ্গাল হরিনাথ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দেশ রুপান্তর কুমারখালী সংবাদ দাতা খন্দকার মফিজুর রহমান বলেন, জাদুঘরের ব্যবস্থাপকের আচরণ খুবই উগ্র। সাংবাদিককে লাঞ্চিত ঘটনার তীব্র নিন্দা জানায়। অতিবিলম্বে ব্যবস্থাপকের প্রত্যাহারের ১ দফা দাবি জানায়।’ অভিযোগ স্বীকার করে অভিযুক্ত সাংবাদিক কাঙ্গাল হরিনাথ মজুমদার স্মৃতি জাদুঘরের ব্যবস্থাপক মো. ওবাইদুল্লাহ বলেন, ‘ আমার ভুল হয়েছে। আমি বুঝতে পারিনি। ঘটনার জন্য ক্ষমা চাচ্ছি।’ ঘটনার দুঃখ প্রকাশ করে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সচিব (যুগ্ম সচিব) গাজী মো. ওয়ালিউল হক বলেন, ‘ সাংবাদিকদের দাবি মেনে নেওয়া হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপককে কুমারখালী থেকে প্রত্যাহার করা হবে।’ কুমারখালী থানার ওসি মো. মোহসীন হোসাইন বলেন, ‘ জাদুঘরের ব্যবস্থাপকের সাথে সাংবাদিকের বাগবিতন্ডার ঘটনা ঘটেছিল। তবে তার সমাধান হয়ে গেছে।’
Leave a Reply