আমলা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বাস্তবায়নে এ কর্মসূচী পালিত হয়। গতকাল বুধবার সকালে উপজেলা চত্বরে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সহকারী প্রোগ্রামার মিরাজুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিস মাসুদ রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস জয়নাল আবদীন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিস হোসনে মোবারক, উপজেলা নির্বাচন কর্মকর্তা কবির উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার, উপজেলা সমবায় কর্মকর্তা নাজবিন আক্তার, পল্লী বিদ্যুতের ডিজিএম আনন্দ কুমার কুন্ডু, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের ডেভেলপমেন্ট ফ্যাসিলিটিটর উত্তম কুমার বিশ্বাস প্রমুখ। বিকেলে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠানের সমাপনী ও পুরষ্কার বিতরণ করা হয়।
Leave a Reply