ওলি ইসলাম, ভোড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রবেলার মোড়ে মৃত আকবর আলীর পুত্র আজগর আলী বাবলু মন্ডলের বিরুদ্ধে গতকাল সোমবার এক সাংবাদিক সম্মেলনে তাকে ভূমিদস্যু বলে উল্লেখ্য করে প্রদত্ত প্রতিপক্ষের বক্তব্যের বিরোধিতা করে উক্ত বক্তব্যের প্রতিবাদে একই স্থানে পাল্টা সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে মোঃ নুরুল ইসলাম, বাবলু মন্ডল ও আকমল হোসেন বক্তব্য রাখেন এবং সাংবাদিকদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের জবাব দেন। বক্তারা বলেন, অবৈধভাবে রাজ্জাক, ফাকের আলী কোনরুপ বৈধ মালিকানা না থাকা সত্বেও কোদালিয়া পাড়া মৌজার ১ একর ৩০ শতক জমি দীর্ঘদিন যাবৎ জোরপূর্বক ভোগদখল করে আসছে। জমি-জমা সংক্রান্ত বিষয়ে বিজ্ঞ আদালতে মামলা বিচারাধীন রয়েছে। বিচারাধীন মামলার বাদীকে ভূমিদস্যু বলে অপপ্রচার করে কুট কৌশল বাস্তবায়নে সর্বশক্তি প্রদর্শন করে এলাকায় উত্তেজনা বাড়াচ্ছে বলে জানিয়েছেন বাবলু মন্ডল। বিবাদমান জমির দখল নিজেদের আয়ত্তে রাখার অভিপ্রায়ে দুরভিসন্ধিমূলক ষড়যন্ত্রের অংশ হিসেবে এলাকার সম্মানিত বা মানী লোকজনের মানহানি ঘটানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা। সাংবাদিক সম্মেলনে সুন্নত আলী, শরিফুল ইসলাম, শামিম ওস্তাদ, সেলিম হোসেন, বখতিয়ার, জিহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply