কাগজ প্রতিবেদক ॥ শীতের শুরুতেই হাট–বাজারের ফুটপাতের গরম কাপড়ের দোকানে ভীড় করছেন নিম্ন আয়ের মানুষ। কুমারখালীর সাপ্তাহিক হাটে ও শহরের ফুটপাতের গরম কাপড়ের দোকান ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। পৌর পশুহাট সংলগ্ন গরম কাপড়ের হাটের ব্যাবসায়ীরা জানান, এখান থেকে নিম্ন আয়ের মানুষেরা গরম কাপড় সংগ্রহ করে থাকে। দোকানীরা জানান, এখনও শীতের তীব্রতা শুরু হয়নি বলে হালকা গরম কাপড়গুলো বিক্রি হচ্ছে। তবে আর কিছুদিন পরে শীতের তীব্রতার সাথে সাথে বেচাকেনাও বাড়বে। আলাপকালে কয়েকজন নারী সহ ক্রেতারা জানান, সাপ্তাহিক হাটে এসেছি হালকা গরম কাপড় সংগ্রহের জন্য এসেছি। এখানে অনেক সাস্রয়ীমুল্যে কাপড় কেনা যায়। তাই শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার আগেই গরম কাপড় সংগ্রহের জন্য এসেছি। শনিবার রাতেও শহরের বিভিন্ন এলাকা ঘুরে ফুটপাতের গরম কাপড়ের দোকানে ভীড় দেখা গেছে।
Leave a Reply