কাগজ প্রতিবেদক॥ কুষ্টিয়া জেলার মিরপুর পৌরসভার নিকটস্থ ৮ নম্বর ওয়ার্ডের বরিশাল খালের উপরে সড়ক ও জনপথের অর্থায়নের নির্মাণাধীন সড়কে ছয় কোটি টাকার ব্রীজের কাজে নিম্নমানের সামগ্রী দিয়ে ঢালাই দেয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, ১৩ নভেম্বর রবিবার সকাল দশটায় ব্রীজের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় স্থানীয় কাউন্সিলর রেজার নেতৃত্বে এলাকাবাসী প্রতিবাদ করলে ব্রীজের কাজ সাময়িক ভাবে বন্ধ করে দেয় ঠিকাদার। তথ্যানুসন্ধানে জানা যায, গত বছরের মাঝামাঝিতে সেতুটির টেন্ডার অনুষ্ঠিত হয় এতে ঠিকাদারি প্রতিষ্ঠান এম এম বিল্ডার্স কোয়ালিফাই হয়। পরবর্তীতে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে কুষ্টিয়ার ঠিকাদার মুকুল হোসেন কাজটি করছেন। বর্তমানে কাজটির পাইলিং এর কাজ চলছে। সিডিউলে এক দেড় তিন রেশিওতে ঢালাই এবং ১. ৮ এফএম সিলেট ব্যবহারের কথা থাকলেও সেখানে ফিলিং বালি, এক বস্তা সিমেন্টের সাথে গ্রেডেশন না করেই ১০ ঝুড়ি পাথর ও ওপিসি সিমেন্টের পরিবর্তে পিসিসি সিমেন্ট ব্যবহার করে ঢালাই কাজ চালাচ্ছে। অন্যদিকে, লোকজন চলাচলের স্বার্থে বিকল্প রাস্তা করার নিয়ম থাকলেও সেখানে দায়সারা গোছের রাস্তাা করেছে যার ফলে সেখানে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। এসব ব্যাপারে কুষ্টিয়ার সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী সাকিরুল ইসলামের সাথে আলাপ করলে তিনি জানান, সিডিউলের বাইরে কাজ হলে তা বন্ধ করে দেয়া হবে। কাজটির সংশ্লিষ্ট উপ সহকারী প্রকৌশলী মাহবুব আলম এর সাথে মুঠোফোনে আলাপ হলে তিনি বলেন, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার কোন সুযোগ নেই। বর্তমান সরকার টেকসই উন্নয়নের ক্ষেত্রে বদ্ধপরিকর, ঠিক সেই সময়ে মিরপুরের একটা গুরুত্বপূর্ণ ব্রীজ নির্মাণে এত নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কিভাবে কাজটি সম্পন্ন হচ্ছে তা এলাকাবাসী ও সচেতন মহলের বোধগম্যের বাইরে। কাউন্সিলর রেজা বলেন সরেজমিনে নিম্নমানের সামগ্রী ব্যবহার করতে দেখে গ্রামবাসী বাঁধাদিলে নির্মাণ কাজ সাময়িক বন্ধ রাখে ঠিকাদার ।
Leave a Reply