কুমারখালী প্রতিনিধি ॥ দরিদ্র জনগোষ্ঠীর চাহিদা, স্যানিটেশন ব্যবস্থা, সামাজিক অবস্থান শক্তিশালীকরণ ও জীবনমান উন্নয়নকে গতিশীল করার লক্ষে কুমাখালীতে সেফ ড্রিংকিং ওয়াটার সাপ্লাই এন্ড হাইজিন প্রমোশন প্রজেক্ট এর প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বে-সরকারি উন্নয়নমূলক সংস্থা সুশীলনের আয়োজনে এবং পেনি এপিল কানাডা’র আর্থিক সহযোগীতায় আজ বুধবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীদুল ইসলাম। সুশীলনের উপ পরিচালক রফিকুল হকের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান লালু ও মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আলামীন সহ অন্যান্যরা।
Leave a Reply