1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 2:59 pm

জ¦ালানীর মূল্য বৃদ্ধির প্রভাব: ইবির পরিবহনে মাসে খরচ বেড়েছে ১৫ লাখ টাকা

  • প্রকাশিত সময় Tuesday, November 15, 2022
  • 95 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ আবাসন সংকট ও জেলা শহর থেকে দূরে অবস্থানের কারণে পরিবহণের উপর ভর করে চলছে ইসলামী বিশ^বিদ্যালয়। বার্ষিক বাজেটের বড় একটি অংশ ব্যয় হয় এ খাতে। গত আগস্টে দেশে জ¦ালানী তেলের মূল্যবৃদ্ধির পর ব্যাপক হারে বেড়েছে এখাতে ব্যয়ের পরিমাণ। পরিবহন খাতে প্রতি মাসে পূর্বের চেয়ে প্রায় ১৫ লাখ টাকা বেশী খরচ হচ্ছে। ফলে ব্যবহার কমিয়ে ব্যয় সংকোচনের চেষ্টা করছে কর্তৃপক্ষ। তৈরি হয়েছে বাজেট ঘাটতির শঙ্কা।

জানা যায়, বিশ^বিদ্যালয়ের নিজস্ব পরিবহন রয়েছে মোট ৪৯টি। এছাড়া কুষ্টিয়া ও ঝিনাইদহ পরিবহন মালিকদের থেকে চুক্তি ভিত্তিক ভাড়া নেওয়া বাস রয়েছে ৩২টি। জ¦ালানীর মূল্য বৃদ্ধির ফলে নিজস্ব পরিবহনে জ¦ালানী বাবদ খরচ বেড়েছে। একইসঙ্গে বাসের ভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহন মালিকরা। গত ২৫৬তম সিন্ডিকেটে নতুন হারে ভাড়া অনুমোদন হয়। মূল্য বৃদ্ধির পর অর্থাৎ গত আগস্ট থেকে এটি কার্যকর হবে। পরিবহন দপ্তরের তথ্য মতে, পরিবহনগুলো অকটেন, ডিজেল ও পেট্্রলে দ্বারা চালিত হয়। ভাড়ায় চালিত দ্বিতল বাসগুলো কুষ্টিয়া ও ঝিনাইদহ শহর থেকে ক্যাম্পাসে প্রতি ট্রিপে মুল্য বৃদ্ধির পূর্বে জুলাই পর্যন্ত ভাড়া ছিল তিন হাজার ৮৬০টাকা। আগস্ট থেকে ট্রিপ প্রতি ৬৯৬ টাকা বাড়িয়েছে পরিবহন মালিকরা। একইভাবে ট্রিপ প্রতি বড় বাসে ৫৭০ টাকা এবং মিনিবাসে ৩৩০ টাকা বৃদ্ধি পেয়েছে। ভাড়া বাসগুলো তিন রুটে দিনে গড়ে মোট ১০০টি ট্রিপ চলে। এতে পূর্বে দৈনিক ব্যয় ছিল দুই লাখ ৩৪ হাজার ২০৬ টাকা। বর্তমানে ব্যয় দাঁড়িয়েছে দুই লাখ ৮৮ হাজার ৪৩০ টাকায়। ফলে ভাড়া বাবদ দৈনিক ৫৪ হাজার ২৫০টাকা ব্যয় বেড়েছে। এদিকে নিজস্ব পরিবহনগুলোতে জ¦ালানীবাবদ গত মে, জুন ও জুলাই মাসে প্রতিদিন গড়ে এক লাখ ২৭ হাজার ৫০০ টাকা ব্যয় হয়। অন্যদিকে মূল্য বৃদ্ধির পর আগস্ট ও সেপ্টেম্বর মাসে দৈনিক গড়ে খরচ হয় এক লাখ ৪৭ হাজার ২৫০ টাকা। হিসেব অনুযায়ী নিজস্ব পরিবহনের দৈনিক ব্যয় বেড়েছে প্রায় ১৯ হাজার ৭৫০ হাজার টাকা। নিজস্ব ও ভাড়া গাড়িতে দৈনিক মোট ব্যয় বেড়েছে ৭৪ হাজার টাকা। মাসে গড়ে ২০দিন বিশ^বিদ্যালয় খোলা থাকলে মাসিক ব্যয় বৃদ্ধি পেয়েছে ১৪ লাখ ৮০ হাজার টাকা। পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ‘২০২২-২৩ অর্থ বছরে পরিবহনে যে বাজেট দেওয়া হয়েছে জ¦ালানীর মূল্য বৃদ্ধির ফলে তার থেকে ব্যয় বেশি হচ্ছে। এতে বাজেট ঘাটতি দেখা দেবে। ব্যয় বাড়ায় ব্যাক্তিগত গাড়ি ব্যাবহারে ও রিকুইজিশনের (স্টাফদের ভাড়ায় গাড়ি প্রদান) ভাড়ার পরিমাণ কিছুটা বাড়ানো হয়েছে। আমরা চেষ্টা করছি ব্যয় যতটা কমানো যায়, কিন্তু চাহিদা বেশি থাকায় সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতি মোকাবেলার জন্য বাজেট বাড়াতে হবে। একইসঙ্গে শিক্ষার্থীদের আবাসন ও নিজস্ব পরিবহন বাড়ানো প্রয়োজন।’ কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, ‘জাতীয় সিদ্ধান্তে কোন কিছুর মূল্য বৃদ্ধি পেলে পরবর্তীতে সরকার সে অনুযায়ী অর্থ বাজেটে প্রদান করে। আশা করছি জানুয়ারিতে সম্পূরক বাজেটে পরিবহন খাতে বরাদ্দ বাড়িয়ে দেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640