উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায়
কুমারখালী প্রতিনিধি ॥ কুমারখালীতে ২০২২-২৩ অর্থ বছরের উন্নয়ন সহায়তা (ভর্তুকি) কার্যক্রমের আওতায় কৃষকদের মাঝে আধুনিক কৃষি যস্ত্রপাতি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ দেবাসীষ কুমার দাস। অতিথিরা বিভিন্ন ইউনয়নের ৫ জন কৃষকের হাতে আধুনিক চাষযন্ত্রের প্রতীকি চাবি হস্তান্তর করেন। এ সময় অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তাসহ কৃষি অধিদপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও কৃষকেরা উপস্থিত ছিলেন।
Leave a Reply