কুমারখালী প্রতিনিধি ঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদহ কুঠিবাড়ীতে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ে স্টেক কহোল্ডারদের সমন্বয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় রবীন্দ্র কুঠিবাড়ীর সেমিনার কক্ষে কাষ্টোডিয়ানের কার্যালয়ের আয়োজনে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রবীন্দ্র কুঠিবাড়ীর কাষ্টোডিয়ান আল আমিন। প্রধান অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভুমি) শাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন টুরিস্ট পুলিশ কুষ্টিয়ার অফিসার ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম, কুমারখালী থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি এস আই অপূর্ব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভোরের কাগজ প্রতিনিধি হাবীব চৌহান, আজকের পত্রিকার প্রতিনিধি মিজানুর রহমান সহ স্থানীয় ইউপি সদস্য, আলো ট্যুরিস্ট কমপ্লেক্সের ম্যানেজার, ঐতিহ্যবাহী কুলফি বিক্রেতা, ব্যবসায়ী সহ অটোরিক্সা ও ভ্যান চালক সমিতির প্রতিনিধিরা। সভায় বিশ্বকবির স্মৃতি বিজড়িত কুঠিবাড়িতে আগত দর্শনার্থী সহ দেশি বিদেশি পর্যটকদের সুবিধা নিশ্চিত করতে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Leave a Reply