1. nannunews7@gmail.com : admin :
November 21, 2024, 10:06 am

মুজিবনগর সরকারকে গার্ড অব অনার দেওয়া আনছার সদস্যের মৃত্যু

  • প্রকাশিত সময় Wednesday, November 9, 2022
  • 363 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ বাংলাদেশের প্রথম গঠিত মুজিবনগর সরকারকে (অস্থায়ী সরকার) প্রথম যারা গার্ড অব অনার দিয়েছিলেন তাদের মধ্যে একজন হলেন আনছার সদস্য হামিদুল ইসলাম। ৮২ বছর বয়সে গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি তাঁর নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। গতকাল বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে ১১টায় মুজিবনগর সোনাপুর ঈদগাহ মাঠে তাঁর কফিনে জাতীয় পতাকা ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা গার্ড অব অনার প্রদানকারী অন্য দুই আনছার সদস্য এবং বীর মুক্তিযোদ্ধারা। পরে পুলিশের একটি দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনার শেষে আনসার ভিডিপির পক্ষ থেকে দাফনের জন্য নিহতের পরিবারকে ২৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। এরপর সেখানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জেলার সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাসহ নানা শ্রেণি–পেশার মানুষ জানাজায় অংশ নেয়। জানাজা শেষে ওই মাঠের পাশের কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা ছিলেন হামিদুল ইসলাম। দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্টজনিত রোগসহ নানান রোগে ভুগছিলেন বলে জানিয়েছে তার পরিবার। তিন ছেলে, চার মেয়ে ও নাতি–নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন হামিদুল ইসলাম। হামিদুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ নানা শ্রেণি–পেশার মানুষ। উল্লেখ্য, ১৯৭১ সালের তৎকালীন বৈদ্যনাথতলা (বর্তমান মুজিবনগর) আম বাগানে মুজিবনগর সরকারকে গার্ড অব অনার প্রদান করেন ১২ জন আনছার সদস্য। তারমধ্যে হামিদুল ইসলাম ছিলেন অন্যতম। এ পর্যন্ত ১০ জন আনছার সদস্য মৃত্যুবরণ করেছেন। বেঁচে রয়েছেন আজিমুদ্দীন শেখ ও সিরাজুল ইসলাম নামের দুজন আনছার সদস্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640