কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার খোকসাতে গড়াই নদী থেকে এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের খেয়াঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও এলাকাবাসীরা জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে গড়াই নদে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন খেয়াঘাটের মাঝিরা। খবর পেয়ে খোকসা থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে নৌ-পুলিশে খবর দেয়। পরে নৌ-পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে গড়াই নদে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে খোকসা থানা-পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে এবং নৌ-পুলিশে খবর দেয়। পরে নৌ-পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ওসি আরও বলেন , মৃতের আনুমানিক বয়স ২৫-৩০ বছর। পরনে একটি কালো রঙের প্যান্ট রয়েছে। তবে নাম-পরিচয় এখনো জানা যায়নি। মরদেহটির বেশির ভাগ অংশই পচে গেছে।
Leave a Reply