উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ প্রতিপাদ্যে
কুমারখালী প্রতিনিধি ॥ ’উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ প্রতিপাদ্যে’ কুমারখালীতে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে আবুল হোসেন তরুণ অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয় উদ্বোধনী আলোচনা সভা। উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান। বিশেষ অতিথি ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) শাহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকুল উদ্দিন, কৃষি অফিসার দেবাশীষ কুমার দাস, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নুরে আলম সিদ্দিকী, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা পারভীন মিনা, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী প্রমূখ। আলোচনা সভা শেষে অতিথিরা সরকারি দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সেবাদানকারী প্রতিষ্ঠান, এনজিও সহ স্থানীয় উদ্যোক্তাদের ডিজিটাল উদ্ভাবনী প্রকল্প পরিদর্শন করেন। বেলা ১১টায় স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এদিকে, বিকাল সাড়ে ৩টায় মেলার সমাপনী অনুষ্ঠানে কুইজ প্রতিযোগীতায় বিজয়ী সহ ডিজিটাল প্রকল্প প্রদর্শনীতে সেরা শিক্ষা প্রতিষ্ঠান, সেরা উদ্যোক্তা সহ সকল অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল। এ অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী। ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে আয়োজিত র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মীরা সহ স্থানীয় নানাশ্রেণী-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply