1. nannunews7@gmail.com : admin :
November 10, 2025, 6:55 pm

দৌলতপুরে বেধড়ক পেটানো হয়েছে সাধু-ফকিরদের

  • প্রকাশিত সময় Sunday, November 6, 2022
  • 619 বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি ॥ শনিবার ৫ নভেম্বর দিবাগত রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লাউবাড়িয়া এলাকায় ভক্তের বাড়ি সমবেত হয়েছিলেন সাধুরা। সেখানেই বেধড়ক পেটানো হয়েছে তাদের। গুরুতর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন পাঁচ নারী-পুরুষ। সবচেয়ে বয়োজ্যেষ্ঠ গুরুতর আহত হয়েছেন বৃদ্ধ ফজল ফকির যার বয়স নব্বইয়ের ঘরে। পিটিয়ে যখম করা হয়েছে ফকিরানীদেরও। লালন দর্শনের অনুসারী সাধু-ফকিরদের দাবি, ভক্ত পলানের বাড়িতে ফকির তাত্বিক আলোচনার জন্য নতুন জায়গা করা হয়েছে। এটা তার বসতবাড়ির মধ্যেই। আমাদের বেশ কয়েকজনকে সেখানে আমন্ত্রণ জানানো হয়। আমরা সেখানে গিয়ে আমাদের রীতি অনুসারে সান্ধ্য কালীন কর্মসূচি পালনকারী, এশার আজানের পর রীতি অনুসারে আমাদের কার্যক্রম চালানো হয়। সেখানে কোন, মাইক বা সাউন্ডবক্স ব্যবহার করা হয়নি। কোন বাদ্যযন্ত্র ছিলো না, গান-বাজনাও হয়নি, আগে আমাদের কেউ কোন অভিযোগও জানায়নি। হঠাৎ বাড়িটির চারপাশে কিছু লোক ঘিরে ফেলে এবং ইটপাটকেল ছুড়ে ভাঙচুর করে? তারা বাড়িতে প্রবেশ করে উপস্থিত ১৫-২০ জন আমাদের তারিকার মানুষকে বেধড়ক লাঠিপেটা করে, বৃদ্ধ বা নারী কাউকেই ছাড় দেয়া হয়নি। আমরা দৌলতপুর হাসপাতালে চিকিৎসা নিয়েছি,থানায় লিখিত অভিযোগ দিয়েছি, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল জব্বারকে মৌখিক ভাবে বিষয়টি জানিয়েছি। ওই সময় উপস্থিত থাকা এবং সস্ত্রীক মার খেয়ে গুরুতর আহত হওয়া উপজেলার তারাগুনিয়া এলাকার ফকির শফি বলেন, আমরা বিষয়টার সুষ্ঠু বিচার চাই। আমাদের সেখানকার যেকেউ একজন নূন্যতম অভিযোগ দিলে আমরা দরকার হলে ওই গ্রামেই বসার আয়োজনটা করতাম না ওইদিন। ফকিরদের দাবি, অকারণে তাদের লাঞ্ছিত ও আহত করা হয়েছে, তারা পালিয়ে বেঁচেছেন। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিউল ইসলাম মহি জানান, গান-বাজনার জন্য এলাকার মুসল্লীদের সাথে ঝামেলা হয়েছে বলে শুনেছি। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, উচ্চস্বরে গান-বাজনায় এইচএসএসি পরীক্ষার্থীদের সমস্যার কারণে এলাকাবাসীর প্রতিবাদের কথা জেনেছিলাম। পরে সাধু-ফকিরদের একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিস্তারিত তদন্ত চলছে। জানা গেছে, হামলাকারীদের কাছে হাত জোড়া করে ক্ষমা চাইতে গেলে তারা মেরে বৃদ্ধ ফজল ফকিরের হাত ফাটিয়ে দেয়। দু’হাতে বেশ কয়েকটি সেলাই লেগেছে এই ফকিরের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640