সব কিছুর মূলে শিক্ষার কোন বিকল্প নাই
কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা রিসোর্স সেন্টারে গত বৃহস্পতিবার সকালে দৌলতপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গণিত অলিম্পিয়াড কৌশল প্রয়োগ করে বিষয়ভিত্তিক (গণিত) প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে দৌলতপুর উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টও মোহাম্মদ ঈসা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড.এজাজ আহমেদ মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা শিক্ষা অফিসার সাইদা সিদ্দিকা, সহকারী শিক্ষা অফিসার সজিবুল হক প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে এ্যাড.এজাজ আহমেদ মামুন বলেন,শিক্ষা জাতীর মেরুদন্ড‘ তা শুধু মুখের বুলি না হয়ে আমি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে কাজ করে যাচ্ছি। আশা করি উপজেলার মানুষ খুব দ্রুত তার সুফল পাবেন। সব কিছুর মূলে শিক্ষা। শিক্ষার কোন বিকল্প নাই। তৃণমূল পর্যায়ে মান সম্মত শিক্ষা নিশ্চিত করতে পারলে সমাজের সকল অন্যায়, অবক্ষয়, অ-ব্যবস্থাপনা দুর হয়ে যাবে। আর প্রাথমিক শিক্ষা হচ্ছে একজন শিক্ষার্থীর ভিত্তি। এ ভিত্তি মজবুত না করতে পারলে ঐ শিক্ষার্থী মাঝ পথে ঝরে পড়বে। নিজের অভীষ্ট লক্ষ্যে কখনও পৌছাতে পারবেনা। তিনি আরো বলেন, মান সম্মত শিক্ষা নিশ্চিত করে দৌলতপুর উপজেলাকে আদর্শ উপজেলা হিসাবে গড়ে তোলার জন্য আমি নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। এর আগে এই কাজের স্বীকৃতি স্বরূপ গত সেপ্টেম্বরে কুষ্টিয়া জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম এবং প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এর বিভাগীয় পর্যায়ের প্রকাশিত তালিকা অনুযায়ী উপজেলা চেয়ারম্যান ক্যাটাগরিতে খুলনা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। এই সম্মান পাওয়াতে আমার একার কোন কৃতিত্ব নেই। এই সম্মান পুরো দৌলতপুর উপজেলাবাসী তথা কুষ্টিয়া জেলাবাসীর। তিনি বলেন,আমি কোন পুরুস্কারে ভূষিত হওয়ার জন্য কাজ করিনি। আমি আমার উপজেলাবাসী প্রাথমিক পর্যায়ের সকল শিশুদের ভাল শিক্ষা নিশ্চিত করতে কাজ করেছি। ভালো কাজের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার এই কাজের প্রতি গুরুত্ব দিয়ে আমাকে এই সম্মানে ভূষিত করেছেন। এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র কাছে চিরকৃতজ্ঞ। আলোচনা শেষে প্রধান অতিথি বিভিন্ন উপকরণ দিয়ে কিভাবে গণিত সহজ করে শিশু শিক্ষার্থীদেও শিক্ষা দেয়া যায় তা হাতে-কলমে প্রশিক্ষণ দেন এবং প্রশিক্ষণার্থ শিক্ষকদেও মাঝে সনদ বিতরণ করেন।
Leave a Reply