এখন থেকে কোনও বালুমহালে আর রাতের বেলা বালু তোলা যাবে না। শুধু দিনে বালু তুলতে হবে। যারা আদেশ মানবে না তারা পরবর্তীতে আর এই ব্যবসা করতে পারবে না।
সোমবার (৩১ অক্টোবর) মন্ত্রিপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে এই বৈঠক হয়। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন।
সচিব জানান, অত্যাবশ্যক পরিষেবা আইন-২০২২ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এরফলে, জননিরাপত্তা ও জনগণের জীবনযাত্রা বাধাগ্রস্ত হয় এমন কোনও কার্যকলাপকে সরকার তাৎক্ষণিকভাবে অত্যাবশ্যক সেবা ঘোষণা করে তা বন্ধ করতে পারবে। যারা এই অপরাধের সঙ্গে জড়িত থাকবে তাদের এক বছরের কারাদ- এবং এক লাখ টাকা জরিমানা করা হবে।
এছাড়া, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন-২০২২ এর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। এর ফলে এখন থেকে জেলা প্রশাসকরা দেশের সব বালুমহালের হিসাব দেবেন পানি উন্নয়ন বোর্ডের কাছে। যাতে বালুমহাল লিজ দেওয়ার আগে কতটুকু বালু তোলা যাবে সে হিসাব দিতে পারে। সেটার সময় হবে এক বছর।
Leave a Reply