মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার আমলা ইউনিয়ন জাসদের উদ্যোগে খয়েরপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। আমলা ইউনিয়ন জাসদের সভাপতি আজাম্মেল হকের সভাপতিত্ব প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী। উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিনের সঞ্চালনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মহাম্মদ আব্দুল্লাহ। এসময় বক্তব্য রাখেন, আমলা ইউনিয়ন জাসদের সাধারন সম্পাদক রবিউল ইসলাম সেন্টু, সদর ইউনিয়ন জাসদের সাধারন সম্পাদক আম্বির হোসেন, আমলা ইউনিয়ন জাসদ নেতা বিমান হোসেন, জাতীয় যুবজোট কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি রেজাউল হক তুফান, সাধারন সম্পাদক ডা. মাসুদ রানা, মিরপুর উপজেলা জাতীয় যুবজোটের সভাপতি নাজমুল হোসেন, সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান প্রমুখ।
Leave a Reply