খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় নিখোঁজ এর সাত দিনের মাথায় দুই মেয়েকে উদ্ধার করেছে খোকসা থানা পুলিশ। পরিবার ও খোকসা থানা পুলিশ সূত্রে জানা যায় গত এক সপ্তাহ আগে খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের দুই মেয়ে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজের পর দুই মেয়ের পরিবার খোকসা থানায় একটি জিডি করেন। পরিবারের তথ্য অনুযায়ী গতকাল রবিবার কুষ্টিয়া চোরহাস মোড়ে এক ভাড়া বাসা থেকে দুইটি মেয়ে সহ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তিনজনকে খোকসা থানা পুলিশের হেফাজতে আনা হয়। মেয়ের মা মিনি খাতুন বলেন আমার মেয়ের স্বামীর সঙ্গে প্রতারক চক্রের মনিরা খাতুন এর স্বামী সেলিমের রাজবাড়ী জেল হাজত থেকে পরিচয় হয়। জেল হাজত থেকে উদ্ধারের জন্য আমার জামাই আমার মেয়ের ফোন নাম্বারটি দেয়। তারপর থেকেই মনিরার সঙ্গে আমাদের সখ্যতা গড়ে ওঠে। জেল হাজত থেকে জামিন করার উদ্দেশ্যে ফোন নাম্বার দেওয়ার পর থেকে তাদের সাথে আমাদের সখ্যতা। ওপর মেয়ের মাতা মর্জিনা খাতুন বলেন আমি নিখোঁজ এর দিন বাড়িতে ছিলাম না। বাড়িতে আমার মেয়ে জন্ম নিবন্ধনের কাগজ তুলে আনার কথা বলে বাড়ি থেকে বের হয়। তারপর থেকেই মেয়ে নিখোঁজ হয়। এ বিষয়ে খোকসা থানার এসআই মোজাম্মেল হকের মুঠোফোনে কথা হলে তিনি বলেন পরিবারের তথ্য অনুযায়ী চৌরহাস মোড়ের একটি ভায়া বাসা থেকে দুই মেয়ে সহ মনিরা খাতুন নামের এক প্রতারক চক্র কে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন রুকসানা খাতুন মেয়েটি আখি খাতুনের মেয়েকে নাচ শেখার কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়। অপহরণ হয়নি বলেও তিনি প্রথমে বলেন। প্রশ্নের জবাবে তিনি বলেন খোকসা থানায় জিডির ভিত্তিতে তাদের গ্রেফতার করেছি। এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা খোকসা থানার হেফাজতে রয়েছে।
Leave a Reply