কাগজ প্রতিবেদক ॥ দুপুরে রান্নাবান্না করে খেয়ে দেয়ে, গরুর খ্যার (খড়) খেতে দিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম। বিকেলে বাড়ি ফিরে দেখি অনেক মানুষের ভিড়। পোড়া গন্ধঁ। কিছুই নেই। শুধু ঘরের খুঁটি গুলো আছে দাঁড়িয়ে। গতকাল শুক্রবার সকালে ভারিভারি কণ্ঠে ছোট ছোট করে কথা গুলো বলছিলেন মিনারা খাতুন। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাদপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের কালাম হোসেনের স্ত্রী। তার স্বামী একজন দিনমজুর। গত বৃহস্পতিবার বিকেলে চুলার আগুণ থেকে তার বাড়িতে অগ্নি দুর্ঘটনা ঘটে। এতে তার দেড় লক্ষ টাকা একটি ষাড় গরু, বসতঘর ও ঘরের সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। বাকী আছে শুধু ঘরের খুঁটি ও পরনের কাপড়-চুপুড়। এছাড়াও এই অগ্নিকান্ডে মিনারা খাতুনের শ্বশুর ছানু শেখ ও দেবর এয়ান হোসেনের নগদ টাকা, বসতঘর, আসবাবপত্র, গোয়ালঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়। এবং হাসেম আলী নামের আরেক চাচাতো দেবরের প্রায় ২৫ হাজার টাকা মূল্যের ছাগল পুড়ে মারা যায়। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে রামচন্দ্রপুর গ্রামের দিনমজুর ছানু শেখের টিনসেটের ঘরে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। আগুনের লেনিনহা ও পোড়া গন্ধঁ টের পেয়ে প্রতিবেশিরা ছুটে আসেন এবং পানি, কলাগাছ, বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এসময় ফায়ার সার্ভিসেও ফোন দেন স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছাতে পৌছাতেই আগুণ নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা। আরো জানা গেছে, স্থানীয়দের প্রায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে ছাই হয়ে যায় ছানু শেখ ও তার দুই ছেলে কালাম এবং এয়ানের বসতঘর, আসবাবপত্র, নগদ টাকা, গবাদিপশু, রান্না ও গোয়ালঘর। এছাড়াও হাসেম আলী নামের আরেক জনের একটি ছাগল পুড়ে মারা যায়। ধারনা করা হচ্ছে চুলার আগন থেকে এই দুর্ঘটনা ঘটে। এতে প্রায় সাত লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এবিষয়ে ক্ষতিগ্রস্থ এয়ান হোসেন বলেন, শ্রমিকের কাজ করি। আগুন আমাদের সব পুড়িয়ে দেছে। ঘরের খুটি ছাড়া আর কিছুই নেই। বউ ছেলে পেলে নিয়ে এখন আকাশের নিচে বসবাস করছি। কি করে ঘরবাড়ি ঠিকঠাক করব তা বুঝতে পারছিনা। সবার সাহায্য চাই।’ হাসেম আলী বলেন, মাঠে কাজ করছিলাম। আকাশে আগুন দেখে দৌড়ে আসি। আসে দেখি আমাদের বাড়িতে দাউদাউ করে আগুন জ্বলছে। জলদি (দ্রুত) গোয়ালে যায়ে (গিয়ে) গরুর দড়ি কাটে দিই। চারটি ছাগল ছিল। তার তিনটি বের করতে পেরেছিলাম। একটি মারা গেছে।’ প্রতিবেশি আব্দুল করিম বলেন, মাইকে আগুনের ঘটনা প্রচার করা হচ্ছিল। প্রচার শুনে লোকজন ছুটে এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে নিভানো হয়। পরে ফায়ার সার্ভিসের লোক আসে। প্রায় ৭- ৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থরা সবাই দিনমজুর। কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক বখতিয়ার উদ্দিন বলেন, খবর পেয়ে ছুটে গিয়ে দেখি আগুন নিভে গেছে। এতে নগদ টাকা, গবাদিপশু, ঘরবাড়ি, আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
Leave a Reply