ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দক্ষিণাঞ্চলীয় খেরসনে রুশদের পরাজিত করতে সক্ষম হবে ইউক্রেনীয় সেনারা। বৃহস্পতিবার ইতালির একটি দৈনিক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এখবর জানিয়েছে।
সম্প্রতি ইউক্রেনের যে চারটি ভূখ- নিজেদের অংশ বলে ঘোষণা করেছে রাশিয়া সেগুলোর একটি হলো খেরসন। ইউক্রেনে আক্রমণ শুরুর দিকেই শহরটির দখল নিয়েছিল রুশ সেনারা। সেপ্টেম্বর থেকে ইউক্রেন রুশ অধিকৃত ভূখ- পুনরুদ্ধারে পাল্টা আক্রমণ শুরু করেছে। ইতোমধ্যে ইউক্রেন কয়েকটি গ্রাম মুক্ত করতে সক্ষম হয়েছে। গত কয়েকদিন ধরে রাশিয়া ও ইউক্রেন বড় ধরনের লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে বলে খবর প্রকাশিত হচ্ছে।
রুশদের কাছ থেকে খেরসন মুক্ত করা কেন কঠিন, তা ব্যাখ্যা করতে গিয়ে জেলেনস্কি বলেছেন, কারণ এজন্য জনগণকে জীবন দিয়ে মূল্য দিতে হবে। কাল কতজন মানুষ নিহত হবে তা নিয়ে আমরা ভাবছি না। আমাদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ। আমরা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারি না।
কবে ইউক্রেন খেরসন মুক্ত করতে পারে, এমন প্রশ্নের জবাবে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেছেন, রুশরা ইউক্রেন ছেড়ে পালাচ্ছে বলে আমি মনে করি না। আমার মনে হয় এটি একটি তথ্য হামলা। আমাদের বিষয়ে আমরা সব গোপন তথ্য প্রকাশ করি না। তারা খেরসন ছেড়ে যেতে প্রস্তুত না। কিন্তু তারা জানে যে আমরা যদি সফল হই তাদের পালানোর কোনও পথ থাকবে না।
তিনি আরও বলেন, খেরসনে রুশ সেনারা থেকে গেলে তাদের অবরোধ করবে ইউক্রেন। তারা জানে এই সমস্যা ও বিপজ্জনক পরিস্থিতি সম্পর্কে। কিন্তু আমরা কাজ করে যাব।
দখলকৃত খেরসনে মস্কো মনোনীত নেতারা যে বেসামরিকদের শহর থেকে অন্যত্র সরিয়ে নিচ্ছেন তা সম্পর্কে তিনি বলেছেন, এটি সাজানো মঞ্চ। তাদের সবল সেনারা নির্দিষ্ট স্থানে মোতায়েন রয়েছে। কোনও সেনা শহর ছাড়েনি। আমরা পরিস্থিতি দেখছি, রুশদের বিশ্বাস করি না।
Leave a Reply