ভেড়ামার প্রতিনিধি ॥ ভেড়ামারায় আওয়ামীলীগ নেতা হত্যা মামলার নাজিম (৫২) নামে একজনকে আটক করেছে র্যাব-১২। গতকাল ঢাকার আশুলিয়ার ইপিজেড এলাকা হতে তাকে আটক করেন। আটকৃত হলেন ভেড়ামারা উপজেলার মহিষাডোরা মৃত আলিম উদ্দিনের ছেলে নাজিম।
মামলা সূত্রে জানা যায় গত ২২ অক্টোবর ২০২২ তারিখ রাত ০৯:২০ ঘটিকার সময় কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন মহিষাডোরা গ্রামে পুর্ব শত্রুতার জের ধরে প্রকাশ্যে পিটিয়ে ০১ জনকে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনার পরে মোঃ রবিউল ইসলাম(৫৬), পিতা-মৃত সুন্নত শেখ, সাং-মহিষাডোরা, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া বাদী হয়ে ভেড়ামারা থানায় হত্যা মামলা দায়ের করে, যার মামলা নং-২১, তারিখ ২৩ অক্টোবর ২০২২ খ্রিঃ, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৫০৬/১১৪ পেনাল কোড। উক্ত হত্যাকান্ডের পর থেকে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প হত্যাকান্ডে জড়িত আসামীদের গ্রেফতারের জন্য ব্যাপক অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ২৫ অক্টোবর ২০২২ তারিখ বিকাল ০৫:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া এবং র্যাব-৪, সিপিসি-২, সাভার ক্যাম্পের যৌথ অভিযানে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন নতুন ইপিজেড এলাকা হতে উক্ত মামলার এজাহারনামীয় ১নং আসামী মোঃ নাজিম(৫২), পিতা-মৃত আলিম উদ্দিন, সাং-মহিষাডোরা, থানা- ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply