1. nannunews7@gmail.com : admin :
November 10, 2025, 5:00 pm

জেলার পর এবার বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন এজাজ আহম্মেদ মামুন

  • প্রকাশিত সময় Tuesday, October 25, 2022
  • 509 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ প্রাথমিক শিক্ষা পদক ২০২২-এর আওতায় ঘোষিত কুষ্টিয়া জেলার পর এবার খুলনা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি) মরহুম আফাজ উদ্দিন আহমেদ বিশ^াসের সুযোগ্য সন্তান দৌলতপুর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহম্মেদ মামুন। শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় দৌলতপুর উপজেলা আ’লীগের নেতা কর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে। রবিবার রাতেই চেয়ারম্যানের বাস ভবনে ছুটে আসেন নেতা কর্মীরা। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি শিক্ষার মান নিশ্চিত করার জন্য শিক্ষকদের মাসিক সভায় নির্দেশনা দিয়ে আসছেন। আকস্মিক বিদ্যালয় সমুহ পরিদর্শন করে শিক্ষার মান নিশ্চিত করার জন্য নানা ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন। দুরবর্তী শিক্ষার্থীদের বাইসাইকেল, প্রতিবন্ধি শিক্ষার্থীদের হুইল চেয়ার, শিক্ষার্থীদের টিফিন বাটি, মিডডে মিল, স্কুল ড্রেস, প্রতিযোগীতামুলক শিক্ষা প্রসারে উদ্দিপনা পুরস্কার প্রদান এমনকি দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থ সহায়তা করে আসছেন। তাছাড়া লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদেও খেলাধুলা নিশ্চিত করার জন্য ফুটবল, ভলিবল সহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করে আসছেন। শিক্ষাক্ষেত্রে নানা পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নে ভুমিকা রাখায় তিনি এ সম্মানে ভুষিত হলেন। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতা কর্মীরা বলেন, তারুণ্যের অহংকার অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন উপজেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যে ভুমিকা রেখে আসছেন, তাতে এ উপজেলার শিক্ষা ব্যবস্থায় আমুল পরিবর্তন ঘটছে। সে সাথে উপজেলা আওয়ামীলীগের রাজনিতীতে ও অনেক পরিবর্তন এনেছে। আমরা আজ গর্বিত। জানতে চাইলে অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন জানান, ২৩ অক্টোবর বিকালে খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক মোঃ মোসলেম উদ্দিন স্বাক্ষরিত চিঠির মাধ্যমে জানতে পারি আমাকে বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। এ সময় তিনি আর বলেন, শিক্ষা জাতীর মেরুদন্ড‘ তা শুধু মুখের বুলি না হয়ে আমি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে কাজ করে যাচ্ছি। আশা করি উপজেলার মানুষ খুব দ্রুত তার সুফল পাবেন। অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন মনে করেন, সব কিছুর মূলে শিক্ষার কোন বিকল্প নাই। তৃণমূল পর্যায়ে মান সম্মত শিক্ষা নিশ্চিত করতে পারলে সমাজের সকল অন্যায়, অবক্ষয়, অ-ব্যবস্থাপনা দুর হয়ে যাবে। আর প্রাথমিক শিক্ষা হচ্ছে একজন শিক্ষার্থীর ভিত্তি। এ ভিত্তি মজবুত না করতে পারলে ঐ শিক্ষার্থী মাঝ পথে ঝরে পড়বে। নিজের অভীষ্ট লক্ষ্যে কখনও পৌছাতে পারবেনা বলে তিনি মনে করেন। তাই মান সম্মত শিক্ষা নিশ্চিত করে দৌলতপুর উপজেলাকে আদর্শ উপজেলা হিসাবে গড়ে তোলার জন্য তিনি নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এ সময় তিনি আর বলেন এই শ্রেষ্ঠত্ব আমার না উপজেলা বাসীর। কারন তারা সকলে আমাকে সহযোগিতা করেছে বলেই আমি আজ বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640