খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের সাতপাখিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে মুক্তারুল ও তার সন্ত্রাসী দলবল নিয়ে মোঃ ফিরোজ আহমেদ (৩২) ও তার স্ত্রী আসলিমা খাতুন (২০) ফিরোজের ছোট বোন ময়না খাতুন (২৫) কে তার বাড়ির উপর গিয়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। পরে তাদের কে মুমূর্ষ অবস্থায় খোকসা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানাগেছে। স্থানীয় সূত্রে জানা যায়,গত (২২ অক্টোবর) শনিবার দুপুরের দিকে সাতপাখিয়া গ্রামের মোঃ মোস্তফার ছেলে মুক্তারুল ও তার দলবল নিয়ে একই গ্রামে মোঃ লিয়াকত আলীর ছেলে ফিরোজ আহমদের বাড়ির উপর গিয়ে দেশীয় অস্ত্রসহ বেধড়ক মারপিট করার অভিযোগ উঠেছে। সরজমিনে গেলে খোকসা হাসপাতালে ১৪ নম্বরে বেডে চিকিৎসারত অবস্থায়, ফিরোজ আহমেদ বলেন আমার পার্শ্ববতীর জমির মালিক আবুল কালাম আজাদ জোরপূর্বক আমার ১০ শতক জমি দখল করে নিয়েছে। তারই জের ধরে দীর্ঘদিনের কোর্টে মামলা রয?েছে। আমাদের বাড়ি যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে আমরা খুব বিপদে আছি, আজকে এর প্রতিবাদ করায় আমাকে ঘরের মধ্যে গিয়ে মারধর করে এবং আমার স্ত্রী ও ছোট বোন কে বেধড়ক পিটিয়ে আহত করেছে ১/আক্তারুল ২/ মুক্তারুল ৩/ জিয়ারুল ৪/সুজন ৫/ জুয়েল ৬/ সিমাজুল ও তার স্ত্রী আসমা খাতুন মিলে মারধর করেন এবং আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা এখন আমরা এখন আতঙ্কে আছি। সরজমিনে গেলে মোঃ মুক্তারুল হোসেন বলেন, জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের মাঝে দ্বিধা দ্বন্দ্ব চলছে। তবে আমরা ঐদিন তাদের মারেনি, আমার ভাইয়েরা মিলে কয়েকটা কিল থাপ্পড় মেরেছে। তবে বিষয়ে সিমাজুল স্বীকার করেন মারামারি করাকে কেন্দ্র করে খোকসা থানার এস, আই হাকিম আমাকে এবং আমার বাবাকে থানায় ধরে নিয়ে যায় কয়েকটি কিল থাপ্পড় মেরে সন্ধ্যার দিকে ছেড়ে দেয়। এ বিষয়ে গোপগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন বলেন এটা ওই পরিবারের দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিষয় মাঝেমধ্যে ঐ এলাকায় সালিশ বিচার হয় কোন পক্ষেই মেনে নেয় না। এ বিষয়ে খোকসা থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমানের মুঠো ফোনে কথা হলে, তিনি বলেন ঘটনাটি আমার জানা নেই তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply