নড়াইল প্রতিনিধি ॥ বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলে ৩ দিনব্যাপি সুলতান উৎসবের ২য় দিন শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । সকাল সাড়ে ১০টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠের সুলতান মঞ্চ চত্বরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় ৫ শতাধিক শিশু প্রতিযোগিতায় অংশগ্রহন করে। শিশু থেকে ১০ ম শ্রেণি পর্যন্ত ৪টি বিভাগে বিজয়ী ৫০ জন শিশুকে আগামীকাল সন্ধ্যায় উৎসবের সমাপনী আয়োজনে পুরস্কার প্রদান করা হবে। এছাড়া এসময় দুইদিনব্যাপি আর্টক্যাম্পে অংশগ্রহনকারী চিত্রশিল্পীদের হাতে উপকরণ তুলেদেন অতিথিবৃন্দ। এসময় নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হানিফ , নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু ,শিল্পী বিমানেশ বিশ্বাস , সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, শিল্পী ডিডি মল্লিক,লিজা হাসান , আসাদুর রহমানসহ বিভিন্ন শ্রেণিপেশার সুলতানপ্রেমিরা উপস্থিত ছিলেন। এস. এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন ও বেঙ্গল ফাউন্ডেশনের অয়োজনে এবং সিটি ব্যাংকের সহযোগিতায় ৩ দিনব্যাপি এই উৎসব গতকাল ২০ অক্টোবর থেকে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ সুলতান মঞ্চ চত্ত্বরে শুরু হয়েছে।
Leave a Reply