কাগজ প্রতিবেদক ॥ সদ্য দাফন করা এক নারীর কবর থেকে কাফনের কাপড় চুরি হয়েছে। অতপর সেই কাফনের কাপড় পরিধান করে এক কবিরাজ গভীর রাতে এলাকায় ঘুরাফেরা করেছেন। এতে মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ভয়ে কেউ কেউ আবার অসুস্থ হয়ে পড়েছেন। এমন চাঞ্চল্যকর ঘটনা গত সোমবার দিবাগত রাতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের বড় ভালুকা গ্রামের দাসপাড়ায় ঘটেছে। অভিযুক্ত ওই কবিরাজের নাম উজির আলী বিশ্বাস (৫০)। তিনি এলাকায় নগ্ন কবিরাজ নামেই পরিচিত। তিনি উপজেলার বাগুলাট ইউনিয়নের শেখপাড়া গ্রামের মৃত জনাব আলী বিশ্বাসের ছেলে। নিহত ওই নারীর বাবা ও এলাকাবাসী অভিযোগ করে বলেন, নগ্ন কবিরাজই কবর থেকে কাফনের কাপড় চুরি করেছে। এবং ওই কাপড় পড়ে গভীর রাতে এলাকায় ঘুরাফেরা করেছেন। মানুষ ভয়ে অসুস্থ হয়ে পড়েছেন। এহেন জঘন্য কাজের জন্য কবিরাজের দৃৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা মঙ্গলবার সরেজমিন গেলে এলাকাবাসী সুত্রে জানা গেছে, গত শনিবার বড় ভালুকা গ্রামের ভ্যানচালক সামছুল মণ্ডলের মেয়ে ইতি খাতুনকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছেন তার স্বামী ও স্বামী বাড়ির লোকজন। ময়নাতদন্তের পর গত রোববার সন্ধায় বড় ভালুকা কবরস্থানে মরদেহের দাফন করা হয়। দাফনের পরদিন গত সোমবার সকালে কবরস্থানে যান নিহতের বাবা সামছুল মণ্ডল। তিনি কবরস্থানে গিয়ে দূর থেকে দেখেন মেয়ের কবরের বাঁশের ঘেরা ও চাটায় খুলে ফেলা রয়েছে। কবরের কাছে গিয়ে দেখেন কাফনের কাপড় নেই। উলঙ্গ অবস্থায় মরদেহটি উপর হয়ে আছে। পরে বিষয়টি পুলিশকে জানিয়ে স্বজন ও এলাকাবাসী নিয়ে পরিস্কার লাল কাপড় দিয়ে মরদেহটি ঢেকে পুনরায় মাটি দেওয়া হয়। এরপর সোমবার গভীর রাতে নগ্ন কবিরাজ সাদা কাপড় ও লাল গামছা পড়ে হাতে মোমবাতি নিয়ে বড় ভালুকা গ্রামের দাসপাড়ায় ঘুরাফেরা করেনন। এতে ওই এলাকার মানুষ ভয় পান। তাদের মাঝে আতঙ্ক বিরাজ করছেন। লক্ষন দাস নামের এক যুবক অসুস্থ হয়ে পড়েছেন। তার শরীরে স্যালাইন পুস করা হয়েছে। তারা আরো জানায়, নগ্ন কবিরাজ প্রায় সাদা কাপড় পড়ে এলাকায় গভীর রাতে ঘুরাফেরা করে। প্রায়ই শ্বশ্মানঘাট ও কবরস্থানে মোমবাতি জ্বালিয়ে ধ্যান করেন। কবিরাজের এসব জঘন্য কাজের জন্য অতিষ্ট ও আতঙ্কিত মানুষ। এবিষয়ে নিহত ইতির বাবা সামছুল মন্ডল বলেন, ‘ গত রোববার সন্ধায় মেয়ে লাশ দাফন করেছি। গত সোমবার সকালে এসে দূর থেকে দেখি কবরের বাঁশে বেড়া ও চাটায় তুলে ফেলা হয়েছে। কবরের কাছে এসে দেখি কাফনের কাফনের কাপড় নেই। উলঙ্গ অবস্থায় উপর হয়ে লাশ। তা দেখে ভয়ে চিৎকার দিয়ে দৌড়ে চলে যায়। পরে পুলিশকে জানিয়ে স্থানীয় মসজিদের ইমামের সাথে কথা বলে আত্মীয় স্বজন ও এলাকাবাসী মিলে পরিস্কার লাল কাপড় দিয়ে পুনরায় মাটি দিয়ে ঢেকে দিয়েছি।’ তিনি আরো বলেন, ‘ নগ্ন কবিরাজ ছাড়া একাজ কেউ করতে পারেনা। আশেপাশে তিনি (কবিরাজ) ছাড়া আর কোনো সাহসী লোক নেই। প্রায় ১৩ বছর পূর্বে একই কবরস্থানে আমার ভাতিজির কবরেও গভীর রাতে মোমবাতি জ্বালিয়ে বসেছিল নগ্ন। তাঁর এমন জঘন্য কাজের জন্য দৃৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।’ বড় ভালুকা কবরস্থান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জয়নাল হোসেন বলেন, খবর পেয়ে কবরস্থানে এসে দেখি লাশের শরীরে কাপড় নেই। উলঙ্গ। পরে আবার মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। হয়তো কোনো কবিরাজ এমন ঘৃণিত কাজ করে থাকতে পারে। যেই করুক তার বিচার চাই আমরা। দাসপাড়ার লক্ষন দাস বলেন, বাড়িতে আত্মীয়রা এসেছেন। তিনজন মোড়ের উপর দোকানে বসে গল্প করছিলাম। হঠাৎ দেখি কেউ একজন সাদা কাপড় আর লাল গামছা পড়ে হাতে মোমবাতি নিয়ে কাছে চলে আসছে। ভয়ে আমরা দৌড়মারি। পরে লোকজন তাকে আটক করে। আটকরের পর দেখি নগ্ন কবিরাজ। আমি অসুস্থ হয়ে পড়েছি। আমার স্যালাইন চলছে। একই পাড়ায় আন্দুল দাস বলেন, নগ্ন কবিরাজ প্রায়ই গভীর রাতে এভাবে চলাফেরা করে। ছোট বড় সবাই ভয় পায়। তার এমন চলাফেরা বন্ধ হওয়া দরকার। পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমন বলেন, সদ্য কবর থেকে একজন গৃহবধূর কাফনের কাপড় চুরি হয়েছে। চুরি হওয়া কাপড় পড়ে এক কবিরাজ রাতে ঘুরাফেরা করছিল। মানুষ ভয়ে পেয়েছিল। পরে তাকে আটক করে পুলিশকে খবর দেওয়া হয়েছিল। পুলিশ কোনো ব্যবস্থা নেননি। এর একটা বিহিত হওয়া দরকার। অভিযোগ অস্বীকার করে উজির আলী ওরফে নগ্ন কবিরাজ বলেন, কার্তিক মাসের প্রথম দিবাগত রাত কবিরাজদের জন্য বিশেষ। তাই সাদা কাপড় ও লাল গামছা পড়ে ঘুরে বেড়িয়েছি। প্রায় এমন চলাফেরা করি। তবে কবর থেকে কোনো কাপড় নিইনি। এবিষয়ে জানতে কুমারখালী থানার ওসি মো. মহসিন হোসাইনকে মুঠোফোনে কল দেওয়া হয়। কিন্তু তিনি কলটি গ্রহণ না করায় তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, কাফনের কাপড় চুরির খবর পেয়েছি। সবাই লালন নিয়ে ব্যস্ত। পুলিশ বিষয়টি তদন্ত স্বাপক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন।
Leave a Reply