দৌলতপুরে জেলা পরিষদ নির্বাচন ঘিরে হামলা
দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে নির্বাচন ফলাফল ঘোষণা পরবর্তী সহিংসতায় উপজেলা আওয়ামী লীগ নেতা টিপু নেওয়াজ, উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের মেম্বর, জেলা পরিষদ নির্বাচনের ভোটার রিপন মন্ডলসহ আহত হয়েছেন কয়েকজন।
গুরুতর আহতাবস্থায় রিপন মন্ডল কে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। পরিচয় প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা বলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টিপু নেওয়াজকে হেনস্থা করা হয় এসময় মেম্বর রিপন মন্ডলকে এলোপাথাড়ি মারপিট করা হয়েছে। পরে পুলিশ পরিবেশ নিয়ন্ত্রণে আনে, এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
জানা গেছে, ফলাফল প্রকাশের পরপরই উপজেলা পরিষদ বাজার এলাকা অর্থাৎ ১৭ অক্টোবরের জেলা পরিষদ নির্বাচনে দৌলতপুর উপজেলার ভোটকেন্দ্র সংলগ্ন এলাকায় তালা প্রতীকের কর্মী-সমর্থনকারীরা এ ঘটনা ঘটায়। গন্ডগোল বড় ধরনের হওয়ার আগেই পুলিশ এবং স্থানীয় ক্ষমতাসীন দলীয় নেতা কর্মীরা নিয়ন্ত্রণে আনে। এই নির্বাচনে উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের হেভি ওয়েট দুই প্রার্থী লোটন চৌধুরী ও আব্দুল কাদেরের পরাজয়ে ক্ষমতাসীন দলের এই দুই নেতার কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে বলেও সুস্পষ্ট তথ্য পাওয়া গেছে। ভোটের দিনে নিজ দলীয়দের মধ্যে এমন হতাহত সৃষ্টির মতো বিশৃঙ্খল ঘটনা লজ্জাজনক এবং দুঃখজনক বলেও মন্তব্য করেছেন অনেকেই। দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান বিষয়টিকে ছোট ঝামেলা উল্লেখ করে বলেন, পুলিশ বিষয়টি তাৎক্ষণিক সমাধান করেছে, পরবর্তীতে যেন কিছু না ঘটে সেদিকেও খেয়াল রাখা হচ্ছে।
দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জ্যেষ্ঠ নেতা টিপু নেওয়াজ বলেন, আমি আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের আনারস প্রতীকের এজেন্ট ছিলাম। ভোটে পরাজয়ের পর সদস্য পদে তালা মার্কায় প্রতিদ্বন্দ্বীতাকারী আব্দুল কাদেরের লোকজন আমাদের উদ্দেশ্য করে কটাক্ষ করে কথা বলে এবং অকথ্য ভাষায় গালাগালি করে, আমি প্রতিবাদ করলে তারপর যা ঘটেছে সেটা মুখে বলার মতো না, আমার সঙ্গীরা এবং যুবলীগ নেতা কাদেরের পক্ষেরই কিছু লোক মানব ঢাল তৈরি করে আমাকে উদ্ধার করে। বেশ কয়েকজন আহত হয়েছে। তিনি আরও বলেন, আমরা সংগঠনের সিনিয়র নেতা। ওরা আমার ছেলের বয়সী, এখানে আমাকেই সর্বোচ্চ সহনশীলতা দেখাতে হবে। ঘটনাস্থলে উপস্থিত থাকা রিপন মন্ডলের চাচাতো ভাই সাদ্দাম নিজেও উপস্থিত ছিলেন সেখানে জানিয়ে বলেন, গুরুতর আহতাবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে রিপন মন্ডল কে। তার শারীরিক অবস্থা ভালো না। উপজেলা পরিষদ চত্বরের সোনালী ব্যাংক সংলগ্ন গেইটের কাছে উপজেলা আওয়ামী লীগ নেতা টিপু নেওয়াজ, আমার ভাই রিপন মন্ডলসহ বেশ কয়েকজনের ওপর হামলা চালায় ২০ থেকে ৩০ জন। তার মধ্যে আব্দুল কাদেরের নিকটাত্মীয়রাও ছিলো। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের বলেন, অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। এ বিষয়ে আমি কিছুই জানিনা। আমার সমর্থকেরা হামলা বা মারপিটের কোন ঘটনা ঘটায়নি। সোমবার অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে টিউবওয়েল প্রতীকে আব্দুল কাদের ওরফে কাদের মুহুরি পেয়েছেন একটি ভোট, তালা প্রতীকে উপজেলা যুবলীগ নেতা আব্দুল কাদের ৩৭ ভোট, উপজেলা আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান ওরফে লোটন চৌধুরী ঘুড়ি প্রতীকে ১৮ ভোট পান। ১শ’ ২৯ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হোন আল সালেহ নামের একটি বিদেশি সংস্থার বাংলাদেশী সমন্বয়কারী দৌলতপুরের স্থানীয় যুবক হুমায়ুন কবির।
স্থানীয় মানিক দিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইভিএম -এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত। কেন্দ্রটিতে ফলাফল ঘোষণা হয় বিকালে। ফলাফল ঘোষণার পরপরই হামলার ঘটনা ঘটে।
Leave a Reply