উপজেলা মৎস্য বিভাগের যোগসাজসে
দৌলতপুর প্রতিনিধি ॥ উপজেলা মৎস্য বিভাগের কতিপয় কর্মকর্তা, কর্মচারীর যোগসাজসে কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে চলছে অবাঁধে ইলিশ শিকার। এবছর ৭ থেকে ২৮ অক্টোবর প্রজনন মৌসুম হওয়ায় পর্যন্ত ইলিশ মাছ ধরা, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় বন্ধ থাকার কথা থাকলেও পদ্মা নদীতে কোন ধরনের বাধা বিপত্তি ছাড়াই দেদারছে চলছে ইলিশ শিকার। ফলে দৌলতপুরের আনাচে কানাচে হাত বাড়ালেই মিলছে মা ইলিশসহ বিভিন্ন আকারের ছোট বড় ইলিশ মাছ। ইলিশ মাছ ধরা বন্ধে সংশ্লিষ্ট দপ্তরের তেমন কোন তৎপরতা না থাকার কারনে দেদারসে চলছে মা ইলিশ সহ ইলিশ নিধন বলে নদীপাড়ের লোকজন জানিয়েছেন। স্থানীয়দের তথ্য মতে, পদ্মা নদীতে ইলিশ মাছ শিকার বন্ধে প্রতি বছর যে ধরনের কার্যক্রম চালানো হয় এ বছর তেমন একটা দেখা যাচ্ছে না। নদীতে অভিযানের পরিবর্তে নামমাত্র সভা-সেমিনার করেই দায়িত্ব শেষ করেছেন দৌলতপুর উপজেলা মৎস্য দপ্তর সহ সংশ্লিষ্টরা। ফলে মা ইলিশ রক্ষায় সরকারের উদ্দেশ্য ও নিষেধাজ্ঞা বাস্তবায়ন হতে দেখা যাচ্ছে না। তবে উপজেলা মৎস্য কর্মকর্তা বলেছেন পদ্মা নদীতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। পদ্মায় মাছ শিকারী একাধিক জেলে ও মাছ বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, নিষেধাজ্ঞার শুরুতে দু’একদিন পদ্মা নদীতে মাছ শিকার বন্ধ থাকলেও এখন স্বাভাবিক ভাবেই মাছ ধরা হচ্ছে। রাতে নদী থেকে ইলিশ মাছ ধরে দিনে তা বিক্রয় করা হয়। ইলিশ মাছ শিকারী জেলে বা বিক্রেতার সাথে যোগাযোগ করে যে কোন আকারের ইলিশ কিনছেন ক্রেতারা। প্রতিদিন মন মন ইলিশ মাছ পদ্মা নদী থেকে ধরা হচ্ছে বলে তারা জানান। হাটবাজারে এসব ইলিশ বিক্রয় না হলেও নির্ধারিত জায়গায় প্রতিদিন মাছ ক্রয়-বিক্রয় হচ্ছে। দাম একটু বেশি দিলে ক্রেতার বাড়িতেও ইলিশ মাছ পৌঁছে দেয়া হচ্ছে এমন তথ্যও তারা দিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে জেলেরা জানান, এবার পদ্মা নদীতে প্রশাসনের তেমন কার্যক্রম না থাকায় অনায়াসেই ইলিশ শিকার করা যাচ্ছে। জাটকা থেকে শুরু করে দেড় কেজি পর্যন্ত ওজনের ইলিশ পদ্মায় ধরা পড়ছে। বন্ধের সময় হওয়ায় নদী ও এর আশপাশে সোর্স রাখা হয়। নদীতে প্রশাসনের অভিযানের খবর পেলেই ওইসব সোর্সরা নদীতে মাছ শিকারী জেলেদের দ্রুত খবর পৌঁছে দেয়। ফলে মাছ শিকার করে নিরাপদ স্থানে চলে যেতে পারেন জেলেরা। জিয়া নামে স্থানীয় এক মাছ বিক্রেতা জানান, ভোরে নদীর পাড়ে গিয়ে সরাসরি মাছ ক্রয় করতে পারছেন। এছাড়াও মোবাইল ফোনে যোগাযোগ করেও মাছ বিক্রয় করা হচ্ছে। মাছের সাইজ অনুযায়ী দাম হাকা হয়। দাম একটু বেশি হলেও নিষিদ্ধ সময়ে মাছ ক্রয়-বিক্রয় করতে পারায় খুশি ক্রেতা-বিক্রেতা উভয়ে। নিষিদ্ধ মৌসুমে পদ্মায় মাছ শিকারের বিষয়ে দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ স্বপন বলেন, মা ইলিশ রক্ষায় নদীপাড়ের জেলেদের নিয়ে সচেতনতা সভা করা হয়েছে। পদ্মা নদীতে অভিযানও চালানো হচ্ছে। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাছ শিকারী জেলেদের অর্থদন্ডও করা হয়েছে। তবে জনবল কম থাকার পরও ইলিশ শিকার বন্ধে কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে বলে তিনি জানান। এদিকে একটি দায়িত্বশীল সুত্র জানিয়েছে, দৌলতপুরে পদ্মায় প্রতি বছর প্রচুর ইলিশ ধরা পড়ে। উপজেলা মৎস্য অফিসের কতিপয় কর্মকর্তা, কর্মচারীকে ম্যানেজ করে পদ্মা তীরবর্তি এলাকার কিছু জেলে প্রতি বছর মাছ ধরা নিষেধ মৌসুমে অবাধে মাছ ধরে তা বিক্রি করে অর্থের একটা অংশ উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রশাসনের কতিপয় ব্যক্তি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের দিয়ে থাকেন বলে জানা গেছে। এর ফলে প্রতি বছর কুষ্টিয়া সদর,ভেড়ামারা, কুমারখালী ও খোকসা উপজেলা মা ইলিশ ও জাটকা মাছ ধরা অভিযান চললেও দৌলতপুরে তেমন কোন অভিযান পরিলক্ষিত হয় না।
Leave a Reply