ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দূর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের ৬ দফা দাবী, যথাক্রমে- ফুটওভার ব্রিজ, স্প্রিড ব্রেকার, সর্বোচ্চ গতিসীমা ২০ কি.মি., জেব্রাক্রসিং তৈরি, মেইনগেটে ডিভাইডার নির্মাণ ও গতি নিয়ন্ত্রণ নিশ্চিতকরণ দাবীর সাথে সহমত প্রকাশ করেন এবং দ্রুত দাবীসমূহ বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) সহ সংশ্লিষ্ট দায়িত্ব প্রাপ্তদের নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রক্টর (ভারঃ) প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, কর্মকর্তা কমিটির সভাপতি এটিএম এমদাদুল আলম ও সাধারণ সম্পাদক ওয়ালিদ হাসান মুকুট সহ প্রকৌশল অফিসের কর্মকর্তাবৃন্দ। উল্øেখ্য যে, গত শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ট্রাকের ধাক্কায় তাওহীদ তালুকদার নামে এক শিক্ষার্থী আহত হওয়ার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সামনে স্পিড ব্রেকার (গতিরোধক) ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি সহ বিভিন্ন দাবিতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply