কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কুমারখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে দুইজনকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে উপজেলার শিলাইদহের পদ্মা নদীর ঘাট এলাকায় আদালত পরিচালনা করা হয়। এছাড়াও এসময় তাদের কাছ থেকে প্রায় পাঁচ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এবং প্রায় এক কেজি মা ইলিশ মাছ জব্দ করে স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিতান কুমার মন্ডল। এসময় উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. নূরে আলম সিদ্দিকী, পুলিশ সহ অনেকে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর গ্রামের তৌহিদ আলীর ছেলে তরিকুল ইসলাম (২৩)। এবং একই এলাকার আসলাম শেখের ছেলে সাকিব হোসেন (২০)। আদালত সুত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার বিকেল থেকে রাত ৯ টা পর্যন্ত পদ্মা নদীর কুমারখালী এলাকায় মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। অভিযানে সহযোগীতা করেন উপজেলা মৎস্য অধিদপ্তর। অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে দুইজনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও তাদের কাছ থেকে প্রায় পাঁচ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট ও প্রায় এক কেজি মা ইলিশ মাছ জব্দ করে স্থানীয় এতিমখানায় বিতরণ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এতথ্য নিশ্চিত করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বিতান কুমার মন্ডল জানান,নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে দুইজনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়াও প্রায় পাঁচ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এবং জব্দকৃত প্রায় এক কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। মা ইলিশ সংরক্ষণে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply