আলমডাঙ্গা প্রতিনিধি ॥ আলমডাঙ্গার মুন্সীগঞ্জে স্বজল (২৫) নামের এক মাদক ব্যাবসায়ীকে চার মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বেলা ১১টার সময় আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ জেহালা ইউনিয়নের জেহালা গ্রামের মাদক ব?্যাবসায়ীর বাড়িতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গা মুন্সীগঞ্জ জেহালায় অঘোরনাথ পাড়ার কুটোর ছেলে স্বজল হোসেন (২৫)দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে জেহালা অঘোরনাথ পাড়ার কুটোর বাড়িতে অভিযান চালিয়ে একটি শপিং ব?্যাগে ২৮পিস টাপেনটা ট?্যাবলেট ও বড়ি বিক্রয়ের ৯ হাজার উনষাট টাকা সহ হাতেনাতে আটক করে মুন্সিগঞ্জ ফাড়ির ক্যাম্প ইনচার্জ এস আই রকিবুল ইসলাম । আটকের পরে বিষয়টি আলমডাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড)হিসেবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে স্বজলকে হোসেনকে একশত টাকা জরিমানা ও চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও ১ হাজার টাকা জরিমানা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ফাড়ির ইনচার্জ এস আই রকিবুল,সহ পুলিশের ফোর্স। তিনি উপস্থিত সাধারণ জনতাকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করেন।
Leave a Reply