চীনের বৃহত্তম শহর সাংহাইসহ আরও কয়েকটি বড় শহরে কোভিড-১৯ সংক্রমণ ফের বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষগুলো পরীক্ষার পদক্ষেপ জোরদার করার পাশাপাশি কোয়ারেন্টিনের সময় বাড়িয়েছে এবং কিছু জনসমাগম স্থান বন্ধ করেছে।
আগস্টের পর থেকে চলতি সপ্তাহে স্থানীয় সংক্রমণের সর্বোচ্চ বৃদ্ধি ঘটেছে। চলতি মাসের প্রথমদিকে জাতীয় দিবস উপলক্ষ্যে শুরু হওয়া ‘স্বর্ণালি সপ্তাহ’ ছুটির দিনগুলোতে দেশব্যাপী ভ্রমণ বৃদ্ধি পাওয়ার সময়টিতেই কোভিড সংক্রমণও বাড়তে শুরু করে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
আড়াই কোটি মানুষের শহর সাংহাই ১০ অক্টোবর স্থানীয়ভাবে নতুন করে ২৮ জন রোগী শনাক্ত হওয়ার প্রতিবেদন দিয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে কর্তৃপক্ষ। এই নিয়ে টানা চার দিন ধরে রোগী বাড়ার সংখ্যা দুই অংকে আছে।
এদিন দেশব্যাপী বৃদ্ধি পাওয়া নতুন রোগীর মোট সংখ্যা ছিল ২০৮৯ জন; ২০ অগাস্টের পর যা সর্বোচ্চ।
উত্তরাঞ্চলীয় আন্তঃমঙ্গোলিয়াসহ পর্যটন গন্তব্যগুলোতে অধিকাংশ সংক্রমণ শনাক্ত হলেও চলতি সপ্তাহে বড় শহরগুলো রোগী বৃদ্ধি পাওয়ার কথা জানাতে শুরু করেছে।
সোমবার রাতে সাংহাই জানিয়েছে, তাদের ১৬টি এলাকার সবগুলো ১০ নভেম্বর পর্যন্ত সপ্তাহে অন্তত দুইবার করে তাদের বাসিন্দাদের নিয়মিত কোভিড পরীক্ষা করবে। বর্তমানে সপ্তাহে একবার করে তাদের পরীক্ষা করা হচ্ছে।
পৌর কর্তৃপক্ষগুলো জানিয়েছে, সাংহাইয়ে ভ্রমণে আসা লোকজন ও হোটেলের মতো স্থানগুলোতেও পরীক্ষা জোরদার করা হয়েছে।
আগামী ১৬ অক্টোবর চীনের কমিউনিস্ট পার্টির কংগ্রেস শুরু হবে। প্রতি পাঁচ বছর পর পর দলটির কংগ্রেস অনুষ্ঠিত হয়। এই কংগ্রেস শুরু হওয়ার মাত্র কয়েকদিন আগে এসব কোভিড বিধিনিষেধ আরোপ করা হলো।
Leave a Reply