কুমারখালী প্রতিনিধি ॥ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও মিম আক্তারের অর্থাভাবে পড়াশোনা চালিয়ে নেওয়ার পথ প্রায় বন্ধের উপক্রম। পড়াশোনা চালিয়ে নিতে বিত্তবানদের সহযোগীতা কামনা করেছেন মিম ও তার পরিবারের সদস্যরা। এমন খবর জাতীয় ও স্থানীয় পত্রিকায় এবং সোস্যাল মিডিয়ায় প্রকাশিত হয়। বিষয়টি কুষ্টিয়ার কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডলের নজরে আসে এবং ওই ছাত্রীকে ১০ হাজার টাকা উপহার প্রদান করেন। আজ মঙ্গলবার দুপুরে ইউএনও তার নিজ কার্যালয়ে ছাত্রীকে ডেকে নিয়ে উপহার দেন। এমময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, শিলাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী হাসান তারেক বিপ্লব উপস্থিত ছিলেন। রাবি ছাত্রী মিম আক্তার বলেন, বাবা ভ্যান চালক। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় ভ্যানের ব্যাটারি নষ্ট হয়ে গিয়েছিল। মনে হয়েছিল বিপদের পড়ে আরেকটি আপদ। সেসময় বাবা ঋণ ও ধারদেনা করে আমার ভর্তি ও ভ্যানের ব্যাটারির ব্যবস্থা করেছিলেন। এখন বিত্তবানদের সহযোগীতা ছাড়া পড়াশোনা চালানো সম্ভব নয়। পত্রিকায় সংবাদ প্রকাশের বেশ সাড়া পাচ্ছি। আজ ইউএনও স্যার টাকা দিয়েছে। সবার প্রতি কৃতজ্ঞ আমি। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, উপজেলা প্রশাসন সব সময় ভালকাজের সাথে আছে। মিমের ভবিষ্যত মঙ্গল কামনা করছি। বিত্তবানদের অসহায়দের পাশে দাঁড়ানোর আবহান জানায়।
Leave a Reply