দৌলতপুর প্রতিনিধি ॥ সারাদেশের ন্যায় কুষ্টিয়ার দৌলতপুরে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকাদানের বিশেষ কার্যক্রম শুরু হয়েছে আজ মঙ্গলবার ১১ অক্টোবর থেকে । আগামী ১২ কার্যদিবসে করোনা টিকার প্রথম ডোজের আওতায় আনা হবে দৌলতপুর উপজেলার অন্তত ৬৬ হাজার শিশুকে। মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন স্কুলের প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের টিকা দেয়া হয়। উপজেলা শিক্ষা অফিসের তথ্য মতে, ২শ’ ১৭ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ১শ’ টি বেসরকারি প্রাথমিকে ৬৬ হাজার শিশুকে পর্যায়ক্রমে টিকা দেওয়া হবে। প্রথম দিনে ৩০ টি বিদ্যালয়ের ৭ হাজার ২শ’৯১ জনকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার সকালে নবিন নামের চতুর্থ শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীর অভিভাবক বলেন, ছোটরা সুঁই দেখে ভয় পাচ্ছে, তাছাড়া কোন সমস্যা নাই। এবিষয়ে উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা সাইদা সিদ্দিকা জানান, উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হয়েছে। ৫ থেকে ১১ বছর বয়সী সব শিক্ষার্থীকে এ টিকার আওতায় আনা হবে। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান তুহিন জানান, উপজেলার অন্তত ৬৬ হাজার শিক্ষার্থীকে অগামী ১২ কর্মদিবসের মধ্যে টিকা দেওয়া শেষ হবে।
Leave a Reply