কুমারখালী প্রতিনিধি : কুমারখালীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন করার অপরাধে তিনজন মাদকসেবীকে তিনমাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জব্দ করা হয়ে ৩০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট। রোববার রাতে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীদুল ইসলাম।
দণ্ডপ্রাপ্তরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার ফয়জুদ্দীনের ছেলে জিল্লুর রহমান জুয়েল(৩৫),কুমারখালী পৌরসভা এলাকার শেরকান্দি গ্রামের বিল্লাল সেখের মেয়ে বিলকিস বেগম(৪০) ও চড়াইকোল এলাকার লস্কর সেখের ছেলে মিলন (৩৪)।
আদালত সুত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল ইসলামের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ৩০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে সেবন অবস্থায় আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর (৩৫)৪ ধারায় ৩ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
এছাড়াও ৩০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
এতথ্য নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাহবুবা জেসমিন রুমা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মাদকসেবনরত অবস্থায় তিনজন মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’
Leave a Reply