দৌলতপুর প্রতিনিধি । আটক হলো দুর্ধর্ষ মাদক ব্যবসায়ী, হত্যাকাণ্ড-অস্ত্রবাজীসহ ২২ মামলার আসামি হাবু ওরফে মাহবুল। কেউকেউ তাকে ডাকে হাবলু নামেও। পাসপোর্ট ভিসা ছাড়াই হাবুর কাছে ভারত-বাংলাদেশ যেন মামুলী ব্যাপার। কুষ্টিয়ার দৌলতপুরের সীমান্তবর্তী এলাকা পাকুড়িয়া ভাঙ্গাপাড়ার হানিফ মন্ডলের ছেলে হাবু সীমান্তের এক বিশেষ পরিচিত নাম। কখনও কখনও হয়ে ওঠে আতঙ্ক। ৩ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড, একটিতে ১৪ বছরসহ অন্তত ১৮ মামলার গ্রেপ্তারি পরোয়ান থাকলেও এতবছর হাবু পুলিশ-বিজিবি’র চোখ ফাঁকি দিয়ে কিভাবে চালাতো তার কর্মযজ্ঞ তা নিয়েও মানুষের এখন চোখ চড়কগাছে। রোববার সকালে দৌলতপুর থানা আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানা গেছে, পুলিশের গোপন তৎপরতার মাধ্যমে তার খোঁজ রাখা হয়েছে, গেল শুক্রবার ৭ অক্টোবর হাবু বাংলাদেশে এলে পুলিশ তাকে নিজেদের কৌশল মোতাবেক ধরে ফেলে ৮ অক্টোবর সন্ধ্যায়। রোববার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে হাবুকে কারাগারে প্রেরণ করা হয়। তবে, এ প্রসঙ্গে সীমান্তের প্রহরীদের পক্ষে সংশ্লিষ্ট বিজিবি ক্যাম্প মহিষকুন্ডি’র সুবেদার আমজাদ জানান, বর্তমানে এই ক্যাম্পটিতে আমরা অধিকাংশই নতুন, আমি নিজেও মাত্র কয়েকদিন হলো জয়েন করেছি। পুলিশের হাতে হাবু আটকের পর এবিষয়ে আমরা জেনেছি। দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমানের নেতৃত্বে বিশেষায়িত একটি টিম আটক করে হাবুকে। এলাকাবাসী বলছেন– হাবুর এমন আত্মগোপন এবং অবাধে ভারত বাংলাদেশে চলাফেরা ভীষণ উদ্বেগজনক তথ্য। তবে, পুলিশের এই অবিযানকে সফল বলছেন তারা।
Leave a Reply