ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহে ছাত্রলীগের ধাওয়ায় প্রাণ বাচাঁতে গিয়ে লরির সাথে ধাক্কা লেগে ৩ কলেজ ছাত্র নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে সদরের আঠারো মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- ঝিনাইদহ সরকারী ভেটেরিনারী কলেজের ছাত্র সংসদের ভিপি ৪র্থ বর্ষের ছাত্র মুরাদ হোসেন, তৌহিদুল ইসলাম ও সমরেশ বিশ^াস। স্থানীয়রা জানায়, ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের আঠারো মাইল নামক স্থানে বিদ্যুতের পোল বোঝাই একটি লরি দাড়িয়ে ছিল। সেসময় ঝিনাইদহ শহর থেকে ভেটেরিনারী কলেজে ফেরার পথে নিয়ন্ত্রন হারিয়ে লরিটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুরাদ হোসেন, সাধারন শিক্ষার্থী তৌহিদুল ইসলাম ও সমরেশ বিশ^াস মারা যায়। ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসাধীন কলেজের ছাত্র সংসদের জিএস সজিব আহম্মেদ জানান, সরকারী ভেটেরিনারী কলেজের শিক্ষার্থীরা ডিগ্রী বাতিলের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে। নেতৃত্ব দেওয়া নিয়ে কলেজের সাবেক শিক্ষার্থী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফাহিম আহমেদের সাথে বর্তমান জিএস সজীবের বিরোধ চলে আসছে। শুক্রবার রাতে মুরাদ ও সজীবসহ আরও ককেয়জন শহর থেকে ক্যাম্পসে ফিরছিল। পথে জোহান পার্কে সামনে পৌঁছালে প্রতিপক্ষরা তাদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে সজিবসহ কয়েকজন গুরুতর আহত হয়। তাদের হামলা থেকে বাঁচতে দিয়ে ভিপি মুরাদসহ তিন জন মোটরসাইকেলে পালানোর চেষ্টা করে। এতে নিয়ন্ত্রন হারিয়ে দাড়িয়ে থাকা লড়িতে ধাক্কা দিলে তাদের মৃত্যু হয় বলে অভিযোগ তাদের। বিষয়টির সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবী তাদের। এ ব্যাপারে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি সজীব আহমেদ বলেন, এমন ঘটনার সাথে যদি ছাত্রলীগে কেউ জড়িত থাকে তাহলে তদন্ত করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শামিমুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে এসে ৩ জনকে মৃত অবস্থায় পেয়েছি। লরিটির পেছনে কোন আলো ছিলো না। আর মোটর সাইকেলের অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে মনে করছি। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতরা যে বিষয়য়ে অভিযোগ করছে সে ব্যাপারে আমাদের তদন্ত অব্যাহত আছে। যদি এমন ঘটনা ঘটে থাকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply