কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কুমারখালীতে রিয়া খাতুন (৯) নামের এক তৃতীয় শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য ছাত্রীর মরদেহটি কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এরআগে খবর পেয়ে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাগুলাট ইউনিয়নের দুর্গাপুর গ্রামের নানাবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ। নিতহ ছাত্রী ওই এলাকার শিল্পী খাতুনের মেয়ে ও মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। ছাত্রীটি বাবা পরিত্যাক্ত। মায়ের সাথে একই এলাকার সৎ বাবা মধুর বাড়িতে থাকেন। নিহতের স্বজনরা জানায়, গত বৃহস্পতিবার বেলা ১১ টার রিয়া নানির বাড়িতে বেড়াতে আসে। বেলা ১২ টার দিকে বৃষ্টি হচ্ছিল। সে সময় তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। নানি, নানা মোহাম্মদ আলী ও মামি রুনা খাতুন মনে করেছিলেন সে মায়ের কাছে চলে গেছেন। এরপর বেলা একটার দিকে গোয়ালঘরের বাঁশের আড়ার সাথে ওড়নায় ঝুলতে দেখেন নানি। এরপর নানা ছুটে এসে জাবটে ধরে এবং মামি কাঁচি দিয়ে ওড়না কেটে রিয়াকে নিচে নামিয়ে বাঁচানোর চেষ্টা করে। পুলিশ জানায়, খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে মরদেহ উদ্ধার করা হয়। সন্দেহজনক হওয়ায় শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে আসল ঘটনা জানা যাবে। স্থানীয়রা বলছেন, প্রায় তিন ফিট উচ্চতার রিয়া খাতুন কিভাবে প্রায় ছয় ফিট উচু বাঁশের আড়াই ফাঁস নিতে পারে। বিষয়টি রহস্যজনক। সঠিক তদন্ত হওয়া দরকার। এবিষয়ে নিহতের নানা মোহাম্মদ আলী বলেন, দুপুরে বাজার থেকে ঝিলাপী কিনে এনেছিলাম। বু (রিয়া) আমার ঝিলাপী খেয়ে বৃষ্টির মধ্যে কোথায় যেন গেল। পরে দেখি গোয়ালঘরের ডাবে ঝুলছে। বুঝতে পারছিনা কিভাবে কি হলো। নিহতের মা শিল্পী বলেন, আমার বাবা বাড়ির লোকজন মেয়েকে খুব ভালবাসে। স্কুল বন্ধ থাকায় মেয়ে নানি বাড়িতে বেড়াতে এসেছিল। পরে খবর পেলাম মেয়ে আরা নেই। আমার ছোট মেয়ে একাজ করতে পারেনা। তবে আমার কোনো অভিযোগ নেই। মামি রুনা খাতুন বলেন, প্রায় নয় বছর আগে ওর বাবা চলে গেছে অন্যত্র। প্রায় দুইবছর আগে ওর মায়ের আরেকটি বিয়ে হয়। বিয়ের পর থেকে রিয়া নানাবাড়ি ও সৎ বাবার বাড়ি দুই জায়গায় থাকেন। বৃহস্পতিবার সকালে নানাবাড়ি বেড়াতে এসেছিল রিয়া। কুমারখালী থানার নবাগত ওসি মো. মহসিন হোসাইন বলেন, সন্দেহজনক হওয়ায় মরদেহটি মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।
Leave a Reply